ব্রেকিং নিউজ

আক্রান্ত সক্রিয় তৃণমূল কর্মী ও তার পরিবার

সাতদিনের সমাচার : টুকাই মজুমদার নামে এলাকার এক সক্রিয় তৃণমূল  কর্মী আক্রান্ত হয়েছে তার দলেরই পুরোনো সঙ্গী-সাথীদের হাতে l জানা গেছে, রবিবার রাতে পরিবার সমেত বাইকে চেপে ফেরার পথে সরকার বাজারের কাছে কয়েকজন পূর্ব পরিচিত তৃণমূলত্যাগী যুবক তাদের পথ আটকায়, গলিতে টেনে নিয়ে টুকাইকে বেধড়ক পেটায় l অভিযোগ, তার স্ত্রী এবং বাচ্চার গায়েও নাকি হাত তোলা হয়েছে, অবশ্য প্রত্যক্ষদর্শীরা এমন ঘটনার কথা স্বীকার করতে চাননি l তাদের বক্তব্য, ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৃণমূলী টুকাই বরাবরই শিরোনামে ছিল, তৃণমূলের ভরা জোয়ারে সে নিজের ক্ষমতার জোরে এলাকায় দাদাগিরি চালাতো, যারা ওর হাতে মার খেয়েছিল একদিন, তারাই কাল ওকে ধোলাই দিয়েছে, ওরা সবাই সবাইকে খুব ভালো করে চেনে l তৃণমূল ঘটনায় রং চড়িয়ে দায় চাপিয়েছে বিজেপির ঘাড়ে l যথারীতি বিজেপি আক্রমণের কথা অস্বীকার করেছে l

No comments