ব্রেকিং নিউজ

অর্জুন সিং কে গ্রেপ্তারের দাবি ফিরহাদ হাকিমের

সাতদিনের সমাচার : অর্জুন গড়ে এসে অর্জুন সিং এবং তার দলবল কে গ্রেপ্তারের দাবি তুললেন কলকাতার মেয়র  ফিরহাদ হাকিম৷ ভোটের পর থেকে উত্তপ্ত ভাটপাড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার বিকেলে পঞ্চায়তমন্ত্রী সুব্রত মুখার্জীর নেতৃত্বে তৃণমূলের আট'জনের প্রতিনিধিদল ভাটপাড়ায় আসে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ৷সেই দলে ছিলেন,পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ(ববি)হাকিম,দমকল মন্ত্রী সুজিত বসু,পর্যটনমন্ত্রী ব্রাত্যবসু,খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক,মন্ত্রী পূর্ণেন্দু বসু,বিধানসভার  মুখ্যসচেতক নির্মল ঘোষ, সুব্রত মুখার্জী, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ও স্থানীয় তৃণমূল সভাপতি সোমনাথ শ্যাম প্রমুখ ৷ এদিন বিকেলে  প্রতিনিধিদল কাঁকিনাড়া স্টেশন রোডে ধরে  স্থানীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন যান৷  প্রথমে চালতা রোড গিয়ে  সেখানে স্থানীয় মানুষজনের সাথে কথা বলেন৷ এলাকার পরিস্থিতির সম্পর্কে খোঁজখবর নেন ৷এরপর প্রতিনিধিদলের সদ্যসরা নয়াবাজার ৩নম্বর গলিতে পৌঁছালে তাদের দেখে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা৷ কোনোক্রমে সেখান থেকে একপ্রকার পালিয়ে তারা নিউকর্ড রোড ধরে নয়াবাজার এলাকায় চলে আসে৷ তারপর ভাটপাড়া মোড় হয়ে ঘোষপাড়া রোড ধরে থানার সামনে পৌঁছতেই  পুলিশ কমিশনার মনোজ বর্মার নেতৃত্বে তাদের পথ আটকায় পুলিস৷ তারপর  সোজা থানায় গিয়ে তারা সিপি মনোজ বর্মার সঙ্গে কাঁকিনাড়ার পরিস্থিতি নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করেন৷ থানা থেকে বেরিয়ে ফিরহাদ হাকিম বলেন,'বাইরে থেকে গুন্ডা এনে এখানে সন্ত্রাস সৃষ্টি করেছে বিজেপি ৷ চিনা গোডাউন এবং মানিকপীর অঞ্চলের পরিস্থিতি এখনও স্বাভাবিক নেই৷ জগদ্দল থেকে গুন্ডা এনে কাঁকিনাড়াকে অশান্ত করা হচ্ছে৷' মন্ত্রী বলেন, 'হিংসায় যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং পরিবারের একজনের চাকুরির বন্দোবস্ত করার আশ্বাস দেওয়া হয়েছে, যে ২৬৬টি বাড়ি ভাঙচুর করা হয়েছে তাদেরকে ৬,৩০০টাকা করে ক্ষতিপূরণও  দেওয়া হয়েছে৷ তাছাড়া ক্ষতিগ্রস্ত দোকানদেরও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে৷' সাতদিন পর তারা চিনা গোডাউন এলাকা পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন তারা ৷ অর্জুন সিং এবং তার দলবলকে গ্রেপ্তারের দাবি তোলেন ফিরাদ হাকিম l পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জী পুলিশের  প্রশংসা করে বলেন, আমাদের সবাইকে প্রশাসনের ওপর ভরসা রাখতে হবে, তবেই সন্ত্রাস বন্ধ করা যাবে ৷'

No comments