ব্রেকিং নিউজ

মুকুল বুঝেছেন : দিল্লি নয়, রাজ্য কমিটিকেই মেনে চলতে হবে

সাতদিনের সমাচার : পরপর তিন তিন'টি ঘটনায় ক্ষুব্ধ  রাজ্য বিজেপি কড়া বার্তা দিল বিজয়বর্গীয়-মুকুল রায় জুটিকে, খবরে এমনটাই  প্রকাশ। রাজ্য কমিটিকে অন্ধকারে রেখে বিরোধী দল ভাঙিয়ে বেপরোয়া অনুপ্রবেশ বন্ধ করতে কঠোর হল রাজ্য বিজেপি। দলের এক শীর্ষনেতার মন্তব্য, রাজ্য বিজেপির পুরোনো কর্মীদের মধ্যে খুশির জোয়ার এলেও ম্রিয়মান মুকুল-শিবির। 
জানা যাচ্ছে , এই মুহূর্তে কৈলাশ যেমন নিজের পুত্রের কার্যকলাপে বিব্রত, মুকুলও বিব্রত বিজেপির রাজ্য কমিটিকে টপকে কৈলাশের হাত ধরে দিল্লিতে বিরোধীদলের নেতা-কর্মীদের যোগদান করানো নিয়ে, 
খোদ নিজের গড়েই এই মুহূর্তে ব্রাত্য হয়েছেন মুকুল। কেননা, কাঁচড়াপাড়া ও হালিশহরে পুত্র শুভ্রাংশু সহ তৃণমূলের যে সমস্ত কাউন্সিলর ও 'দাদাদের' একেবারে দিল্লিতে উড়িয়ে নিয়ে গিয়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন মুকুল, তাঁদের বেশিরভাগই সম্প্রতি পুরনো দলে ফিরে গেছেন। আর তাতেই ক্ষুব্ধ বিজেপির রাজ্য কমিটি । তাঁদের সাফ কথা, দলে এভাবে যাঁরা আসছেন, তাঁদের দিল্লিতে রাজনীতি করতে হবে। এলাকায় বিজেপির নামে কিছু করতে গেলে, স্থানীয় নেতৃত্বের অধীনে থেকে করতে হবে। আগামীদিনে তাঁদের নাম বিজেপির জনপ্রতিনিধির তালিকায় নাও থাকতে পারে বলে ক্ষোভের সঙ্গে জানিয়েছেন তারা।
স্বভাবতই মুকুল রায়ের ঘটক রোডের বাড়ির সামনেটা গত কয়েকদিন ধরেই শুনশান। গোপনে অবশ্য যাতায়াত ও বৈঠক চলছে সাংবাদিকদের এড়িয়ে। কিন্তু গত নির্বাচনের পর যে জনসমাগম ও 'জয় শ্রীরাম' ধ্বনি মুকুল রায় এলে শোনা যেত, তার ছিটেফোঁটাও এখন দেখা যাচ্ছে না। যদিও এরকম খারাপ সময় তিনি তাঁর রাজনৈতিক জীবনে বহুবার পার করেছেন। আর সেজন্যই সংবাদ মাধ্যমকে তিনি সংযত হয়ে বলেছেন, 'দলের সিদ্ধান্ত তো মানতেই হবে। তাছাড়া সময় সবকিছুর উত্তর দেবে l'

No comments