দলবদলে বিজেপিকে টেক্কা : আজ কাঁচরাপাড়ায় পথে নামবে তৃণমূল
সাতদিনের সমাচার : লোকসভা নির্বাচনের পর কাঁচরাপাড়ায় আজ প্রথম পদযাত্রা তৃণমূলের। মাঝে প্রায় দু'মাস চরম দুর্দিন গেছে দলের। একেতো হাতছাড়া হয়েছে বারাকপুর আসন। তৃণমূল প্রার্থীর ভোটও এই এলাকায় কমেছে বেশ কয়েক হাজার। যার জেরে বহিষ্কার করা হয়েছিল তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়কে। এরপরই এই এলাকার প্রায় সব তৃণমূল কার্যালয় ও ক্লাব রাতারাতি দখল করে নিয়েছিল বিজেপি। কয়েক সপ্তাহের মধ্যে কাঁচরাপাড়া পুরসভার সিংহভাগ কাউন্সিলরকে উড়িয়ে নিয়ে বাবা মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিজেপির দিল্লীর কার্যালয়ে। তৃণমূলের অবশিষ্টাংশ তখন ঘর থেকে বেরোতেই ভয় পাচ্ছিলেন।
হাল বদলালেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি স্বয়ং। প্রথমে মিলননগরে কর্মিসভা করে এবং পরে কয়েকটি দাবার 'বোরে' দিয়ে মুকুল রায়ের দেখানো পথেই কিস্তিমাত করেছেন মমতা মাত্র গত কয়েকদিনের মধ্যে।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই মুহূর্তে বীজপুরে মুকুল রায়কে দল ভাঙানোর যোগ্য জবাব যে তৃণমূল দিতে পেরেছে, ২১শে জুলাই শহীদ দিবসের স্লোগান তুলে আজ মিছিলে জমায়েত দেখিয়ে এলাকাবাসীকে তার নিদর্শন দেখাবেন তাঁরা। যদিও ঘন ঘন দল বদলানোদের দেখে এলাকাবাসী সন্তষ্ট হবে কিনা সন্দেহ। এদিকে তৃণমূল নেতৃত্বের আশা, এলাকার মানুষ তাঁদের জনপ্রতিনিধিদের মুকুল রায় তৃণমূল থেকে ভাঙিয়ে নিয়ে গিয়ে যে বিজেপিতে ধরে রাখতে পারেনি, তা দেখে খুশিই হবেন।
জানা গেছে, মিছিলের পুরোভাগে থাকবেন জ্যোতিপ্রিয় মল্লিক, নান্টু ঘোষ, সুজিত বোস, মদন মিত্রের মত জেলা তৃণমূল নেতৃত্ব সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ও পুরসভার ১৯জন কাউন্সিলরও। বিকেল সাড়ে ৪টে নাগাদ থানা মোড় থেকে রওনা হয়ে মিছিল শেষে হবে বাগমোড়ে।
No comments