কাটমানি নিয়ে বিপ্লব মিত্রের নামে সংবাদ মাধ্যমে চিঠি
পল মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ কাটমানি নিয়ে টালমাটাল ঘটনার পরেই সংবাদ মাধ্যমের অফিসে খামবন্দী চিঠি এলো তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেয়া বিপ্লব মিত্রের নামে। যেখানে রয়েছে ঠিকাদারি থেকে চাকরি দেবার নামে কোটি কোটি টাকা তোলার অভিযোগ। ওই চিঠিতে লেখা আছে জেলায় পঞ্চায়েত থেকে পৌরসভা ও পিডাব্লুডি থেকে পিএইচই সব কাজে টেন্ডার পেতে দিতে হতো ১০ শতাংশ টাকা। যার হিসেব কষলে দাঁড়ায় ৪০ থেকে ৫০ কোটি টাকা একথা উল্লেখ করা হয়েছে এই চিঠিতে। এছাড়াও হিলি সীমান্ত ব্যবসা অথবা অন্যকিছু খাত থেকেও উল্লেখ করা হয় বছরে কয়েক কোটি টাকার কাটমানির কথা। এই সব কিছু বাদেও চাকরি দেবার নামে প্রার্থী প্রতি ৫ থেকে ১০ লক্ষ এমনকি এর থেকেও বেশী টাকা তোলার অভিযোগ আছে চিঠিতে, এক সময় খোদ বিজেপি জেলা সভাপতিই তোপ দেগেছিলেন বিপ্লব মিত্রের বিরুদ্ধে। কিন্তু তা সত্ত্বে কেন্দ্রীয় নেতৃত্বের চাপে বিজেপিতে এসেছে বিপ্লব মিত্র। বিজেপি সুত্রে জানা গেছে, দল তাকে উত্তরবঙ্গের দায়িত্ব দিয়েছে। কিন্তু একের পর এক যেভাবে বিপ্লব মিত্রের বিরুদ্ধে কাটমানির অভিযোগ উঠে এসেছে তাতে বেশ চাপে বিপ্লববাবু, সেই সঙ্গে এই কাটমানি আদায়ে নাম জড়িয়েছে তার দুই ভাই প্রশান্ত মিত্র ও চিরঞ্জীব মিত্রের। এই সব ঘটনার পর এবার পুলিশ তদন্তে নামতে পারে বলে সূত্রের খবর। অবশ্য এ বিষয়ে বিপ্লববাবুর কোনও বক্তব্য পাওয়া যায়নি।
No comments