তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
সাতদিনের সমাচার : তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর করে এবার অগ্নি সংযোগের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে নৈহাটি পুরসভার ১নং ওয়ার্ডের আম্রপল্লি হরিনগর কলোনি এলাকায়৷ নৈহাটীর তৃণমূল সভাপতি অশোক চ্যাটার্জী বলেন, 'সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া নব্য দুষ্কৃতীরা ওই ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি এবং এক মহিলা কর্মী প্রতিমা মন্ডলের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে ৷' এছাড়াও এদিন রাতেই তৃণমূল কর্মী যাদব দাস এবং আন্ডারটেকার এর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে বলে অশোকবাবুর অভিযোগ l তার কথায়, 'তিলকধারী নব্য বিজেপি কর্মীরা এলাকায় সন্ত্রাস চালাচ্ছে৷ ওদের সন্ত্রাসের ভয়ে আমদের দলের অনেক কর্মী এখন ঘরছাড়া৷' এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে নৈহাটি থানায় অভিযোগ দায়র করা হয়েছে৷ এদিকে তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করে বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি ফাল্গুনি পাত্র জানান,' যাদব দাস,আন্ডাট্রেকাররা এলাকা সমাজবিরোধী বলে পরিচিতি ভীম,যাদব,আন্ডারট্রেকারের দৌরাত্ম্য আম্রপল্লি এলাকার মানুষ ভয়ে ভীত-সন্ত্রস্ত থাকতো, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এলাকার মানুষরাই ক্ষোভে হয়তো আক্রমণ থাকতে পারে ৷ তার সাফ জবাব, 'এই ঘটনায় দলের কেউ যুক্ত নয়৷' অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে৷
No comments