ব্রেকিং নিউজ

কাঁকিনাড়ায় পালিত হল অরন্য সপ্তাহ

সাতদিনের সমাচার : বৃক্ষ রোপন এর মধ্যে দিয়ে অরন্য সপ্তাহ পালিত হল  কাঁকিনাড়া বেলতলা ক্রীড়াচক্রের মাঠে বিভিন্ন স্কুলের ছোট ছোট শিশুদের নিয়ে। স্থানীয় এসেম্বলি ক্লাস একাডেমি এবং কাঁকিনাড়া শিশুতীর্থ স্কুলের কচি কাঁচাদের নিয়ে মহাসমারোহে পালিত হল দিনটি। চারা গাছ  রোপনের মধ্য দিয়ে এই অরণ্য সপ্তাহের সূচনা করেন ভাটপাড়ার বিধায়ক তথা অর্জুনপুত্র পবন সিং । তিনি জানান, যেভাবে বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে সে কথা মাথায় রেখেই সবার উচিত গাছ লাগানো ।

No comments