ব্রেকিং নিউজ

রেললাইনের ধার থেকে ফুচকা বিক্রেতার মুন্ডুহীন দেহ উদ্ধার

সাতদিনের সমাচার : রেললাইনের ধারের জঙ্গলের ঝোপ থেকে এক যুবকের  মুন্ডুহীন মৃতদেহ উদ্ধার করল পুলিশ, ঘটনা নিয়ে তীব্র  চাঞ্চল্য এলাকায়৷ বুধবার সকালে কাঁকিনাড়া ২৯নম্বর রেলগেটের কাছে লাইনের ধার সংলগ্ন জঙ্গলে এদিন সকালে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা৷ খবর পেয়ে মৃতদেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷ ওই জঙ্গল থেকে পুলিশ ফুচকার একটি ঝুড়ি উদ্ধার করেছে৷ জানা গিয়েছে ,মৃত যুবকের নাম লালা চৌধুরী (৩৭) কাঁকিনাড়া ৬ নম্বর গলির বাসিন্দা৷পেশায় ফুচকা বিক্রেতা ওই মৃত যুবক  নৈহাটি স্টেশনে ফুচকা বিক্রি করত৷ ২রা জুলাই কাজে  বেরিয়েছিল, কিন্তু তারপর আর বাড়ি ফেরেনি ৷স্থানীয় বাসিন্দাদের ধারণা গত মঙ্গলবার রাতে ফুচকা বিক্রি করে নৈহাটি থেকে ট্রেনে চেপে কাঁকিনাড়া স্টেশনে নেমেছিল৷স্টেশন থেকে পায়ে হেটে বাড়ি ফেরার পথে হয়তো দুষ্কৃতীরা গলা কেটে ওকে খুন করে জঙ্গলে ভিতরে ফেলে দিয়েছে৷ যাতে দেহটি কেউ শনাক্ত না করতে পারে, দুষ্কৃতীরা মুন্ডুটি অন্য জায়গায় সরিয়ে দিয়েছিল৷ এদিকে এদিনই সকালে হাসনাবাদ-ব্রেসব্রিজ লোকাল বারাসাত স্টেশনে ঢুকলে একটি প্ল্যাস্টিকে মধ্য কাটা মুন্ডুটি যাত্রীরা দেখতে পায়৷যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে ওই কামরায় আসে রেলপুলিশ৷ভাটপাড়া মোড়ে একটি জুতোর দোকানের প্ল্যাস্টিকে মুন্ডুটি মোড়া রয়েছে দেখতে পায় রেল পুলিশ৷ভাটপাড়া থানার সঙ্গে যোগাযোগ করে রেলপুলিশ৷থানা থেকে খবর পেয়ে কাটা মুন্ডুটি ছেলের কি না সনাক্ত করতে বারাসাত ছুটে যান মৃত যুবকের বাবা বির্জু চৌধুরী৷সুত্রের খবর,  কাটা মুন্ডুটি মৃত যুবক লালার৷ প্রমান লোপাটের জন্য দেহটি জঙ্গলে ফেলে মুন্ডুটি প্ল্যাস্টিকে মুড়ে ট্রেনের কামরায় রাখা হয়েছিল ৷মৃত যুবক নেশা করত বলে জানিয়েছে পুলিশ ৷তবে কি কারনে ওকে খুন করা হল তা তদন্ত করছে পুলিশ৷

No comments