রেল কলোনিতে বিধ্বংসী আগুন
সাতদিনের সমাচার : বিধ্বংসী আগুনে পুড়ে গেল কাঁচরাপাড়া সিটি বাজার রেল কলোনি এলাকার একটি অস্থায়ী বাড়ি ৷ স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ৭ জুলাই রবিবার রাতে ডাঙাপাড়া সিটি বাজার রেলকলোনীর ৩৩৭নম্বর কোয়ার্টার সংলগ্ন বন্ধ একটি ঝুপড়িতে (মড়াই ) আচমকা আগুন ধরে যায়৷ আগুন দেখতে পেয়ে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয় মানুষজন ৷কিন্তু ততক্ষণে সারাবাড়িতে ধরে যায় আগুনে৷দাউদাউ করে পুড়তে থাকে বাড়িটি ৷ আগুনের তীব্রতা দেখে খবর দেওয়া হয় দমকলে, ঘটনাস্থলে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন৷ ঘন্টা দু'য়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন৷ আরও জানা গেছে , দীপক সাউ ওই মড়ইতে পরিবার নিয়ে বসবাস করতেন l দিন মজুরি করে চলতো সংসার৷ কাঁচরাপাড়া মান্ধারী হাইস্কুলের এগারো ক্লাসের ছাত্র দীপকবাবুর ছেলে আদিত্য সাউ জানায়, মা ও বোনকে সঙ্গে নিয়ে বাজারে গিয়েছিল সে ৷সে সময় বাড়িতে কেউই ছিল না৷ স্থানীয় বন্ধুদের মারফত খবর পেয়ে ছুটে এসে দেখি বাড়িতে আগুন ৷ বাড়ির আসবাবপত্র, জামাকাপড় এমনকি বইপত্রও পুড়ে ছাই, কি করব জানি না l আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উত্তর ২৪পরগনার জেলার যুব তৃণমূল সহ-সভাপতি তথা কাউন্সিলর সুজিত(বাপি)দাস৷ তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন৷ পরিবার সুত্রে জানা গিয়েছে, পরদিন অর্থাত সোমবার সকালে ঘটনাস্থলে আসেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় এবং কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান সুদামা রায়৷বাড়ি লোকের সাথে কথা বলেন এবং পাসে থাকার ও সব সহযোগিতার আশ্বাস দেন৷ এদিকে দমকল আধিকারিক চন্দন দাস বলেন,দমকলের তিনটি ইঞ্জিন ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ দমকলের প্রাথমিক অনুমাণ ইলেকট্রিক শর্টশার্কিট থেকে আগুন লাগতে পারে৷ তবে কিভাবে এই অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখছে দমকল৷
No comments