পুলিশের জালে চিটফান্ড পান্ডা
সাতদিনের সমাচার : চিটফান্ডে কান্ডের এক পাণ্ডাকে পাকড়াও করল পুলিশ৷ ধৃত প্রতারকের নাম চন্দন দে ৷ শনিবার রাতে নদিয়া জেলার পায়রাডাঙার প্রীতিনগর উকিলপাড়া থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করে বীজপুর থানার পুলিশ ৷ ধৃতের বাড়ি বীজপুর থানার পলাশি-মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণ কলোনিতে৷ জানা গেছে, পুলিশ অনেকদিন ধরেই চন্দনের খোঁজ চালাচ্ছিল ৷ পুলিশের চোখে ধুলো দিতে নিজের নাম পরিবর্তন করে পলাশ দে নামে উকিলপাড়ায় বসবাস করছিল চন্দন ৷ ধৃতের বিরুদ্ধে ৮৮০কোটি টাকারও বেশী প্রতারনার মামল চলছিল বলে পুলিশ সুত্রের খবর l আরও জানা গেছে ধৃত প্রতারক তিন বছর ধরে নাম পরিবর্তন করে পায়রাডাঙায় বসবাস করছিল৷ ২০১৭ সালে সেবি চন্দনের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করেছিল কলকাতা হাইকোর্টে৷ এরপরই চন্দনকে গ্রেপ্তার করার নির্দেশ দেয় আদালত ৷ ওর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় কয়েক বছর ধরে, অবশেষে পায়রাডাঙা থেকে গ্রেপ্তার হয় সে ৷ জানা গেছে, ধৃত চন্দন একটি চিটফান্ড সংস্থা'তে উচ্চপদে কর্মরত ছিলেন, এছাড়াও বেশ কয়েকটি চিটফান্ড সংস্থার সঙ্গে জড়িত ছিল সে, সেখানেই বেশ কিছু এজেন্টের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে চন্দনের বিরুদ্ধে ৷ কাজ না করেই প্রতি মাসে এজেন্টদের মারফত মোটা অংকের কমিশনও পেত ধৃত চন্দন দে ৷
No comments