জেলার ফুটবল রেফারিদের সেমিনার
সাতদিনের সমাচার: উত্তর ২৪পরগনা জেলা রেফারি সংস্থার আয়োজনে খড়দহ সুর্য সেন ক্লাবের মাঠে ২৯ ও ৩০ জুন দু' দিন ব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হল ৷জানা গেছে , আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা(ফিফা) র তরফে ফুটবলে বেশ কিছু নিয়মের পরিবর্তন ঘটানো হয়েছে, সেই সব নিয়মগুলিকে মাঠে কার্যকার করতে সেমিনারের মাধ্যম জানিয়ে দেওয়া হল রেফারিদের৷ উল্লেখযোগ্য কিছু নিয়মের পরিবর্তন নিয়ে জেলার সক্রিয় রেফারী সুত্রে বলা হয়েছে , টাই ব্রেকারের সময় গোলরক্ষককে গোল লাইনে দাঁড়াতে হত ৷ এবার থেকে তা হবে না ৷ গোলকিপারকে একটি পা গোল লাইনে রাখতে হবে ৷ফুটবল দলগুলি টস করে আগে শুধুমাত্র সাইড বাছতে পারত, এবার থেকে সাইডের বদলে সেন্টার কিকও নিতে পারবে টসে জয়ী দল ৷ আরও জানা গিয়েছে, এবার থেকে ডি বক্সের মধ্যও ডিফেন্ডারকে বল পাস দিতে পারবেন গোলকিপাররা ৷ এছাড়া ফ্রি'কিকের সময় বিপক্ষ দলের দু'য়ের অধিক ম্যান ওয়ালের ভেতর ফ্রি কিক পাওয়া দলের কোনও ফরওয়ার্ড খেলোয়াড় থাকতে পারবেন না, ইত্যাদি l দু'দিন ব্যাপি চলা এই সেমিনারে ফিফার নতুন নিয়মগুলী প্রোজেক্টরের মাধ্যম রেফারীদের দেখানো হয় যাতে তারা এরপর থেকে মাঠে নিয়মগুলি কার্যকারী করতে পারেন ৷এদিন সভায় বক্তা ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন, প্রাক্তন ফিফা কর্তা সুদীপ নাগ, উদয়ন হালদার ও চিত্ত দাস মজুমদার৷জাতীয় প্রাক্তন রেফারী পীযুষ বিশ্বাস,সঞ্জিত দত্ত, তুষার কান্তি গুহ এবং হরিসাধন ঘোষ৷ এছাড়াও ছিলেন,আই.এফ.এ কর্তা দেবাশিষ মিত্র, জাতীয় রেফারী সুনন্দ বোস, জয়ন্ত ব্যানার্জী প্রমুখ৷ জেলার ক্রীড়া সংস্থার বর্তমান এবং প্রাক্তন সম্পাদক ও প্রতিনিধিবৃন্দ,জেলার রেফারি এসোসিয়েশন এর সক্রিয় ১৮০ জন রেফারি প্রমুখ৷
No comments