রূপকথার দিন' : প্রশংসার দাবি রাখে যন্ত্র যুগেও
মহুয়া বিশ্বাস, কল্যাণী : 'সম্পর্ক নয়, সৃষ্টি নিয়ে সবার সাথে ' -- এই আপ্তবাক্যকে সম্বল করে 'বোকাদের আড্ডা' একরত্তিদের নিয়ে একটি অভিনব উপস্থাপনা রাখল শুক্রবার জন্মাষ্টমীর পূণ্য লগ্নে নদিয়ার কল্যাণীর বুকে, যার পোশাকি নাম ওরা দিয়েছে 'রূপকথার দিন' l বলাই বাহুল্য, নামের সঙ্গে কাজেও চমক দিল এই 'রূপকথার দিন' l কেননা উদ্যোক্তা যেখানে 'বোকাদের আড্ডা' সেটা কী অভিনব না হয়ে পারে! তাই তো মাইক্রোফোন এবং কোনওপ্রকার বাদ্যযন্ত্র ছাড়াই কেবল নিজেদের খালি গলায় আবৃত্তি শুনিয়ে, গান গেয়ে, নাচ দেখিয়ে, রঙিন রঙিন ছবি এঁকে উপস্থিত অভিভাবকদের অন্তর থেকে ভাবিয়ে তুলেছে অলিভিয়া, ময়ূরী, জিয়া, কনিস্ক, উজান, পূবালী, অনিক, ময়ূখ, অদৃজা, দিয়াশা, স্বর্ণাভ, চিরশ্রীদের মতো প্রায় ২১ জন কচিকাঁচা !
নিজেদের সন্তানদের মধ্যে এহেন সুপ্ত ট্যালেন্ট দেখে 'বোকাদের আড্ডা'র জনক পবিত্র ব্যানার্জীকে একবাক্যে কুর্নিশ জানিয়েছেন ওরিয়েন্টাল পাবলিক স্কুলের ওই খুদে পড়ুয়াদের বাবা-মায়েরাও l তবে পবিত্রবাবু কিন্তু বারবারই বলেছেন, 'না কোনও প্রকার প্রতিযোগিতা নয়, বাচ্চারা যে যেটুকু পারবে, সেটাই তারা তুলে ধরবে নিজেদের খেলাচ্ছলে, আমরা বড়োরা শুধু দেখব আর উপভোগ করব l'
খুদে পড়ুয়া, তাদের অভিভাবক এবং বিশিষ্টদের উপস্থিতিতে সুন্দর একটি ভজনগীতি দিয়ে শুরু হওয়া আজকের অনুষ্ঠান আদ্যোপান্ত প্রাণবন্ত হয়ে ওঠে অল্প পরিসরেও l
অর্পিতা, পম্পা, কেয়া, কাকলি দেব ছাড়াও কয়েকজন অভিভাবকদের ব্যক্তিগত প্রচেষ্টা এবং 'বোকাদের আড্ডা'র উদ্যোগে আয়োজিত 'রূপকথার দিন' সাংস্কৃতিক মহলেও যে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে তাতে কোনও সন্দেহই নেই !
Wow that's awesome and cool , very nice
ReplyDelete