ব্রেকিং নিউজ

দু্ষ্কৃতিদের তান্ডব,দোকান ভাঙচুর বীজপুরে

সমাচার সাতদিন : গভীর রাতে তান্ডব চালিয়ে কয়েকটি দোকান ভাঙচুর করে একদল দুষ্কৃতী৷ ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কে এলাকার ব্যাবসায়ীরা  ৷ ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে কাঁচরাপাড়া ডাঙাপাড়া মানিকতলা বাজার এলাকায়৷ স্থানীয় সূত্রে খবর, সকালে উঠে  স্থানীয় বাসিন্দার দেখতে পান এলাকার বেশ কয়েকটি দোকানে যথেচ্ছ ভাঙচুর চালানো হয়েছে বাজারে, জ্বলানী কাঠ বিক্রেতা রমাবতি দেবী বলেন, অনেক রাতে ভাঙচুরের শব্দ পেয়েছিলাম, কিন্তু ভয়ে বাড়ি থেকে বেরতে পারিনি ৷চাল ব্যাবসায়ী ভবতোষ পাল বলেন, সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের শাটারটি বেঁকে আছে ৷ শেড ভাঙা, আমরা ব্যবসায়ীরা বীজপুর থানায় অভিযোগ জানিয়েছি, তবে আমরা এখনো  আতঙ্কিত৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন,'কে বা কারা ভেঙেছে তা আমরা দেখতে পাইনি, এটা দুষ্কৃতীদের কাজ, এলাকায় নতুন করে আতঙ্ক তৈরী করতে চাইছে কিছু মানুষ l'এদিকে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ৷

No comments