রাজ্যে নুনভাতের সরকার চলছে : দিলীপ ঘোষ
সাতদিনের সমাচার: নিজের পার্টি কর্মীদের জন্য ডিম-ভাত আর স্কুলে মিড-ডে মিলে ছাত্র-ছাত্রীদের নুন-ভাত! মনে হচ্ছে এই রাজ্য নুন-ভাতের সরকার চলছে৷ সোমবার বিকেলে নৈহাটি একটি অনুষ্ঠানবাড়িতে বারাকপুর সাংগঠনিক জেলার সদস্যতা পর্যালোচনা বৈঠকে উপস্থিত হয়ে রাজ্যের শাসকদলকে এ ভাবেই আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ৷ এদিন নৈহাটির প্রতিবাদী কাউন্সিলর গণেশ দাস গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন,'আঠাশ হাজার কেস রয়েছে আমাদের কর্মীদের উপর৷ আমার উপরেই কুড়ি-বাইশটি কেস আছে৷' তিনি আরও বলেন,'আমরা কেসকে ভাই পাই না, ভয় পেলে ১৮টি আসন জিততে পারতাম না৷' 'কেসের জবাব আমারা কোর্টে দেব' বলে সাফ জানিয়ে দিলেন দিলীপবাবু ৷ এদিন বৈঠকে এলাকার বিশিষ্ট কিছু মানুষজন দিলীপবাবুর হাত ধরে বিজেপিতে যোগ দেন ৷ উপস্থিত ছিলেন,বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি ফাল্গুনি পাত্র, বিধায়ক শুভ্রাংশু রায়, বিধায়ক সুনীল সিং, সোমনাথ তালুকদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব৷
No comments