ব্রেকিং নিউজ

আপনার অভিযোগ : সমাধানে সাংসদ

সাতদিনের সমাচার : হাত বাড়ালেই বন্ধু -- সাংসদ অর্জুন সিং কে পেতে এবার নতুন একটি ওয়েবসাইট উদ্বোধন হতে চলেছে ৷ মঙ্গলবার সন্ধ্যায় বারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে  আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হতে চলেছে www.arjunsinghmp.com  নামের ওয়েবসাইটটি, এছাড়াও  চালু হচ্ছে একটি মোবাইল অ্যাপ, যার নাম 'আমাদের অর্জুন'৷ মূলত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা  অনুযায়ী 'সবকা সাথ সবকা বিকাশ'' প্রকল্পের অঙ্গ বলা যেতে পারে এই উদ্যোগ৷ এর মাধ্যমে নিজের কেন্দ্রে সাধারণ মানুষের পাশে থাকা  এবং জনসংযোগ বাড়ানো সহজ হয়ে যাবে বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব l

No comments