ফুটবল প্রশিক্ষণ : জার্মানি পাড়ি দিচ্ছে দুই খুদে
সাতদিনের সমাচার : উন্নত মানের ফুটবল প্রশিক্ষণ নিতে শীঘ্রই জার্মানিতে পাড়ি দেবে ভাটপাড়ার দুই খুদে ফুটবল খেলোয়াড় ৷ ভাটপাড়ায় অশান্তির বাতাবরণ কাটিয়ে সাধারণ মানুষের মনে সাহস জোগাতে বারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এবং ভাটপাড়া থানার সহযোগিতায় ছোটদের জন্য একটি ফুটবল টুর্নামেন্ট কাঁকিনাড়া জুটমিল ময়দানে আয়োজিত হয় সম্প্রতি, 'ভাটপাড়া ট্যালেন্ট হান্ট ২০১৯' নামের এই টুর্নামেন্টটিতে স্থানীয় ফুটবল ক্লাবের খুদে খেলোয়াড়রা অংশ নেয় ৷ পুলিশ কমিশিনারেট জানিয়েছে, এই প্রতিযোগিতার ভিডিও ফুটেজ বিভিন্ন সূত্রে জার্মানির একটি নামি ক্লাবের কাছে পাঠায় পুলিশ ৷ ভিডিও ফুটেজ দেখে জগদ্দলের বাসিন্দা দুই খুদে খেলোয়াড় অনিকেত কুমার মাহতো এবং দীপ্র সরকারকে প্রশিক্ষণ দিতে রাজি হয় তারা ৷ বুধবার বিকেলে কাঁকিনাড়া জুটমিল মাঠে ছোটদের পুরুষ ও মহিলা দলের প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয় ৷ এদিন মাঠে উপস্থিত ছিলেন, ওই ক্লাবের প্রতিনিধি মার্কস৷ খেলা শেষে ওই দুই খেলোয়াড়ের নাম ঘোষণা করেন মার্কস ৷ জগদ্দল মহাবীর প্রসাদ ফুটবল প্রশিক্ষণ শিবিরের দুই খেলোয়াড়রের জার্মানিতে ফুটবল প্রশিক্ষণ নিতে যাওয়ার খবরে আপ্লুত ক্লাব কর্মকর্তারা এবং পরিবার ৷ এদিন মাঠে হাজির বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি জোন-১ অজয় ঠাকুর, ধ্রুবজ্যোতি দে ছাড়াও পুলিশের অন্যান্য আধিকারিকরা এ নিয়ে যথেষ্ট উৎসাহী l
No comments