ব্রেকিং নিউজ

রাজ্য ক্রীড়া : ভাল ফলের আশায় কাঁচরাপাড়ার প্রশিক্ষকরা

সাতদিনের সমাচার : সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে  শুরু হতে চলেছে ৪ দিন ব্যাপী রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা।  কাঁচরাপাড়ার ৪ টি ক্লাবের প্রায় ৪০ জন অ্যাথলেট যোগ দিচ্ছেন এই রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায়, যাদের নিয়ে উৎসাহিত প্রশিক্ষক ও ক্লাবকর্তারা । আশাবাদী প্রাক্তন রাজ্য ক্রীড়াকর্তা আশিস সেনগুপ্তও। প্রসঙ্গত, কাঁচরাপাড়ানিবাসী আশিসবাবু রাজ্যের কৃতী অ্যাথলেটদের হাল-হকিকত নিয়ে বিশেষ ওয়াকিবহাল । রাজ্য ক্রীড়ার তথ্য সংগ্রহেও বিশেষ তৎপর তিনি । তাঁর তথ্য অনুযায়ী, এবার রাজ্য ক্রীড়ায় নামার কথা ৩৭টি জেলা ও ক্লাবের ১১৪৭ জনের। এবারই প্রথম অংশ নেবে কালিম্পঙ জেলা। তবে খবরে প্রকাশ, SAIL A C অংশ নিচ্ছে না । এদের দলে রয়েছে অফিস দল 'সেন্ট্রাল এক্সাইজ'ও । আবার অ্যাথলেটদের মধ্যে কয়েকজন জাতীয় শিবিরে থাকায় তারা অংশ নিতে নাও পারেন বলে মনে করছেন আশিসবাবু । 
উল্লেখ করা যেতে পারে, এলাকার সফল ক্রীড়া প্রশিক্ষক কেএসএস'র দেবু চ্যাটার্জি,  জেএসিসি'র গোপাল দেবনাথ, কেটিএস'র সুনীল মন্ডল এবং রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের কর্তা অলোক ভদ্র আশা করেন, তাঁদের ক্লাবের অ্যাথলেটরা ভাল ফল করবে। আশিসবাবুর মত তাঁরাও নিশ্চিত, চাম্পিয়ন না হতে পারলেও উত্তর ২৪ পরগণা রানার্স হবেই। প্রসঙ্গত, ক্লাবের শতবর্ষে এবার ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু চ্যাম্পিয়ন হতে মরিয়া।

No comments