ফুটবল নিয়ে উন্মাদনা মাঝেরচরে
সাতদিনের সমাচার: কল্যাণী মাঝেরচরে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এ চ্যাম্পিয়ন হল চাকদা ৷গত শনিবার কল্যাণী মাঝেরচর স্কুল মাঠে নেতাজী সুভাষচন্দ্র ক্লাবের উদ্যোগে ৮ টি দল নিয়ে একদিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ৷প্রতিযোগিতার ফাইনালে খেলায় চাকদা 'মিলনতিথি' বনাম সগুণা 'বন্ধুদল' পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে ৷খেলার প্রথমার্ধে সঞ্জয় মান্ডির গোলে এগিয়ে যায় চাকদা মিলনতিথি ৷ দ্বিতীয়ার্ধের খেলায় সঞ্জয় মান্ডির গোলে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মিলনতিথি ৷ খেলায় দুটি গোল করে ম্যাচের সেরা খেলোয়াড় পুরষ্কার পান সঞ্জয়৷ জয়ীদলের হাতে ২৫ হাজার টাকা নগদ এবং ট্রফি তুলে দেন ক্লাব কর্মকর্তারা৷ পাশাপাশি রানার্সদলের হাতেও ২০হাজার টাকা নগদ এবং ট্রফি তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে ৷ এদিন ফাইনাল খেলায় মাঠে উপস্থিত ছিলেন,কল্যাণী পুরসভার ৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ভক্তিভুষন রায় সহ এলাকার অন্যান্য বিশিষ্ট মানুষজন ৷ শুধু খেলাধূলাই নয়, সামাজিক স্তরেও নিজেদের ছাপ রাখা এই ক্লাব এদিন সন্ধ্যাবেলায় এক রক্তদান শিবিরের আয়োজন করে৷ শিবিরে মোট ৩৭জন রক্তদান করেছেন বলে খবর ৷
No comments