রাজ্য ক্রীড়ায় ফের পদক কাঁচরাপাড়ায়
সাতদিনের সমাচার : সল্টলেক বিবেকানন্দ স্টেডিয়ামে শুরু হওয়া ৬৮তম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা শুরুতে প্রথমদিনই গোল্ড ও ব্রোঞ্জ পেয়েছিল উত্তর ২৪পরগণার জেলার কাঁচরাপাড়া ক্রীড়া শিক্ষণ শিবিরের শটপটের দুই কৃতী অ্যাথলেট প্রসেনজিৎ পাত্র ও সম্রাট দাস৷ এই ইভেন্টে রেকর্ড ১৭.৩ মিটার৷ প্রসেনজিৎ ছোঁড়েন ১৪.৯ মিটার ৷ প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সোনা জিতে ফের কাঁচরাপাড়ার মুখ উজ্জ্বল করলেন যোগ্য খেলোয়াড়রা৷ মহিলা অনুর্ধব-১৬ শটপাট বিভাগে ১১.৯৭ মিটার ছুঁড়ে স্বর্ণপদক পেলেন ক্রীড়া শিক্ষণ শিবিরের ছাত্রী অর্পিতা খান৷ ক্রীড়া শিক্ষণ শিবিরের প্রশিক্ষক দেবু চ্যাটার্জী গর্বিত হলেও অর্পিতার আরও ভাল ফল করেছিলেন ৷ তিনি বলেন,'অর্পিতার এটা ভালো পারফরম্যান্স নয়, সেরাটা দিতে পারলেও এবার রেকর্ড করতে পারত৷' এদিকে কাঁচরাপাড়া অ্যাথলেটিক ট্রেনিং সেন্টারের সুনীল মন্ডলের ছাত্রী মৌমিতা রায় অনূর্ধ্ব ১৪ বিভাগে ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে রুপো জিতেছে বলে খবর ৷ রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আরও একটি স্থানীয় ক্লাব জোনপুর অ্যাথলেটিক কোচিং সেন্টারের নেহা প্রামাণিকও তার সেরাটা প্রদর্শন করতে না পারায় আফসোস করলেন ক্লাবকর্তা কৃষ্ণেন্দু (লাল্টু) ভট্টাচার্য৷ যদিও একসময় তাদের ক্লাবে প্রশিক্ষক গোপাল দেবনাথের কাছে প্রশিক্ষণ নেওয়া বর্তমানে ইষ্টবেঙ্গলের রাজশ্রী প্রসাদ মীট রেকর্ড ছোঁয়ায় খুশি তিনি৷
এদিকে রাজশ্রীর রেকর্ড করা নিয়ে বিভ্রান্তি তৈরী হয় ৷ রাজ্য ক্রীড়াকর্তারা তার ২০০ মিটারে ২৪-৫ সেকেন্ড কে নতুন মীট রেকর্ড বললেও,তাঁদেরই প্রকাশিত বিগত তথ্যতে দেখা যায় রাজশ্রী জলপাইগুড়ির অণ্বেষা রায় প্রধানের ২০১৬ সালে করা মীট রেকর্ড ছুঁয়ে ইএমআর (ইকুওল টু মীট রেকর্ড) করেছে অনূর্ধ্ব -১৬ বিভাগে৷ স্বভাবতই রাজ্য ক্রীড়া কর্তাদের কার্যকলাপ নিয়ে গত বছরের মত এবারও প্রশ্ন উঠতে শুরু করেছে৷
No comments