তৃণমূলের দলীয় কার্যালয় তুলে দিয়ে দোকানঘর !
সাতদিনের সমাচার : তৃণমূলের দলীয় কার্যালয় উধাও হয়ে শুরু হয়েছে দোকানঘর নির্মাণের কাজ ৷ কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন টেলর রোডে গেলেই চোখে পড়ছে অটো স্ট্যান্ডের পাশে অবস্থিত ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের দলীয় কার্যালয়টি পূর্বের অবস্থানে নেই ! জানা গেছে, তৃণমূল এ রাজ্যে ক্ষমতা আসার পর এই অস্থায়ী কার্যালয়টি গড়ে উঠেছিল৷ নিয়মিত দলের কর্মীরা সেখানে বসতেনও, কিন্তু হঠাৎ অফিসটি উঠে গিয়ে শুরু হয়েছে দোকানঘর নির্মাণ কাজ ! অভিযোগ উঠেছে,দলেরই এক যুবনেতা কার্যালয়টি তুলে দিয়ে দোকানঘর নির্মাণ করছেন ৷ এই প্রসঙ্গে তৃণমূলের এক মহিলানেত্রী বলেন, 'বিষয়টি প্রথম শুনলাম, যা বলার দল বলবে' -তবে তিনি কোনও মন্তব্য করবেন না বলে জানিয়ে দিলেন ৷ দলীয় সূত্রে খবর, বিষয়টি নিয়ে দলের অন্দরে জলঘোলা হলেও, তা মিটে গিয়েছে ৷ আবার এক দাপুটে নেতা একধাপ এগিয়ে বলেন, কার্যালয় তুলে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতেই নাকি এই উদ্যোগ ! তবে ওই যুবনেতা প্রতিশ্রুতি দিয়েছেন অবিলম্বে এই এলাকাতেই নতুন একটি পার্টি অফিস গড়া হবে সাড়ম্বরে৷
No comments