ব্রেকিং নিউজ

চেয়ারম্যান পদ : সরে দাঁড়ালেন বিধায়ক সুনীল সিং

সাতদিনের সমাচার : গারুলিয়া পুরসভার পুরপ্রধান পদ থেকে সরে দাঁড়ালেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং৷ সোমবার সকালে তিনি পদত্যাগপত্রটি পুরসভার (ইও) প্রতিনিধির কাছে  জমা দেন ৷ আর সুনীল সিং পদত্যাগ করায় গারুলিয়া পুরবোর্ড ফিরে পেতে চলেছে তৃণমূল ৷ পুরসভায় মোট ২১টি আসন ৷তার মধ্যে একজন বামফ্রন্টের ১৩জন তৃণমূলের এবং ৭জন বিজেপি কাউন্সিলর ৷ পদত্যগ প্রসঙ্গে বিধায়ক সুনীল  সিং বলেন,আমার বিরুদ্ধে দিন পনরো আগে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল৷ ১২জন কাউন্সিলর সই করেছিলেন৷ যেহেতু আমার সংখ্যাগরিষ্ঠতা ছিলো না,তাই আমার ইস্তফা দেওয়াটা উচিত ছিল, গারুলিয়ার জনসাধারণের জন্যই আমি ইস্তফা দিয়েছি৷' বিধায়ক আরও বলেন, 'ওরা  গারুলিয়া পুরবাসীকে আমার থেকে ভালো পরিষেবা দেবেন বলে দাবি করেছেন, ভালো কাজে আমরা সমর্থন দেব l' এক প্রশ্নের উত্তরে বিধায়ক বলেন,'আগে বিজেপির একজন কাউন্সিলরও  ছিলো না এখন সাতজন বিজেপি কাউন্সিলর আছে গারুলিয়া পুরসভায়৷ বিজেপি'র সাংগঠনিক শক্তি বৃদ্ধি হয়েছে বলে আমি মনে করি l' অন্যদিকে তৃণমূলের কাউন্সিলর সঞ্জয় সিং বলেন, 'চেয়ারম্যান পদত্যাগ করায়  আমাদের নৈতিকভাবে জয় হল, এখন শুধু সময়ের অপেক্ষা গারুলিয়া পুরবোর্ড ফিরে পেতে চলেছে তৃণমূল৷'

No comments