ব্রেকিং নিউজ

সমাজ সংস্কৃতি ফাউন্ডেশনের উদ্যোগে, শ্যামনগরে অনুষ্ঠিত হল, নৃত্যানুষ্ঠান

২৯সেপ্টেম্বর, নিজস্ব প্রতিবেদন : গতকাল সমাজ সংস্কৃতি ফাউন্ডেশনের উদ্যোগে, শ্যামনগরে ন্যাশান্যাল লেভেলের একটি নৃত্য প্রতিযোগীতার অডিশন সুসম্পন্ন হল। এই নৃত্য অনুষ্ঠানে মোট ৬০জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করেছেন। এছাড়াও এই ফাউন্ডেশনের উদ্যোগে, রবিবার একটি অঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। এরপরই ১৯ শে অক্টোবর সমাজ সংস্কৃতি ফাউন্ডেশনের তরফে শ্যামনগর রবীন্দ্রভবনে আগত নৃত্য শিল্পী এবং সাংস্কৃতিক ব্যাক্তিত্বদের সংবধর্না দেওয়া হবে। শুধুতাই নয় ওইদিন কিছু দুস্থ মানুষদের বস্ত্র বিতরণের ও ব্যবস্থা করা হবে। সমাজ সংস্কৃতি ফাউন্ডেশনের সম্পাদক গৌতম পালের কথায়, "শুধুমাত্র নৃত্য অনুষ্ঠান নয়। অঙ্কন প্রতিযোগীতাও আছে। ১৯ শে অক্টোবর পুরষ্কার বিতরণের দিন, শর্ট ফিল্ম ফেটিভ্যাল সবই থাকছে। যে সমস্ত ছেলেমেয়েরা শুধুমাত্র আর্থিক দিক দিয়ে সমস্যা থাকায় তাদেরকে সাহায্য করা এইটাই আমাদের লক্ষ্য।" এছাড়াও এই ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরই দুস্থ মানুষজনদের আহারের ব্যবস্থা এবং তাদের বস্ত্র দানেরও ব্যবস্থা করা হয়।

বাইট : সমাজ সংস্কৃতি ফাউন্ডেশনের সম্পাদক গৌতম পাল।
[29/09, 23:04] +91 98740 60968: *সমাজ সংস্কৃতি ফাউন্ডেশন : সংস্কৃতির বিকাশই যার মূল লক্ষ্য*
সাতদিনের সমাচার : সমাজ সংস্কৃতি ফাউন্ডেশনের উদ্যোগে, জাতীয় স্তরের একটি নৃত্য প্রতিযোগিতার অডিশন সুসম্পন্ন হল। অনুষ্ঠানে মোট ৬০জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করেছেন সফলভাবে । উদ্যোক্তারা জানালেন, ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার একটি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১৯ অক্টোবর ফাউন্ডেশনের তরফে শ্যামনগর রবীন্দ্রভবনে আগত সেইসব নৃত্যশিল্পী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সংবধর্না দেওয়া হবেথাকবে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। শুধু তাই নয়, ওইদিন  দুঃস্থ  মানুষদের জন্য বস্ত্র বিতরণেরও ব্যবস্থা থাকছে বলে জানালেন সমাজ সংস্কৃতি ফাউন্ডেশনের সম্পাদক গৌতম পাল l তিনি আরও বলেন, 'যে সমস্ত ছেলেমেয়েরা শুধুমাত্র আর্থিক দিক দিয়ে পিছিয়ে আছে তাদের  সাহায্য করাটাই আমাদের লক্ষ্য। এছাড়াও এই ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরই দুঃস্থ  মানুষজনদের জন্য একদিন আহারাদি এবং তাদের বস্ত্রদানের ব্যবস্থা করা হয়ে থাকে।'

No comments