শক্ত হল বিজেপির বঙ্গ ব্রিগেড
সাতদিনের সমাচার : রাজ্যের বিজেপি সাংসদদের ঢালাও পদ বিতরণ করল বিজেপির কেন্দ্রীয় কমিটি। লক্ষ্য, রাজ্যে আগামী বিধানসভা নির্বাচন। অতএব রাজ্য বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের ক্ষোভ প্রশমনে শশব্যস্ত নরেন্দ্র মোদী-অমিত শাহরা।
সদ্য গঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভায় রাজ্যের দুই সাংসদ বাবুল সুপ্রিয়- প্রতিমন্ত্রীর পদ পাওয়ায় অসন্তুষ্ট বিজেপির বঙ্গ ব্রিগেডকে কৌশলেই খুশি করলেন তাঁরা। খবরে প্রকাশ, সংসদের স্ট্যান্ডিং কমিটিগুলি থেকে পূর্ববর্তী বেশিরভাগ কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী সাংসদদের সরিয়ে দিয়ে রাজ্যসভার সাংসদ রুপা গাঙ্গুলি সহ বাংলার ১৬জন সাংসদকেই সদস্য করা হয়েছে বিভিন্ন কমিটিতে। সেই সুবাদে, রাজ্য বিজেপির সভাপতি সাংসদ দিলীপ ঘোষ যেমন স্বরাষ্ট দপ্তরের কমিটিতে ঠাঁই পেয়েছেন, ঠাঁই পেয়েছেন লকেট চট্টপাধ্যায় সহ বাকি সাংসদরাও। তেমনি বারাকপুরের সাংসদ অর্জুন সিংকে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন কমিটির সদস্য করা হয়েছে বলে জানা গেছে, সুতরাং বঙ্গ বিজেপির সাধারণ কর্মীরা যথেষ্ট উজ্জীবিত হয়েছেন বলে খবরে প্রকাশ।
No comments