ব্রেকিং নিউজ

জাতীয় ক্রীড়া: বাংলার মান বাঁচাল ইছাপুরের রাজশ্রী

সাতদিনের সমাচার : ত্রিবান্দ্রমের এসডিএটি স্পোর্টস কমপ্লেক্সে আজই শেষ হল ১৭তম ফেড কাপ জাতীয় জুনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ। বাংলার ফল আশানুরূপ নয় বলেই মনে করছেন বিশিষ্টরা।
এবারের প্রতিযোগিতায় বাংলার হাই জাম্পার উজ্জ্বলকুমার রায় পেয়েছে একটিমাত্র সোনা। আর বাকি ৩টি ব্রোঞ্জ এসেছে বাংলার ঝুলিতে। উত্তর ২৪ পরগণার ইছাপুরের রাজশ্রী প্রসাদ একাই পেয়েছে দু-দুটি ব্রোঞ্জ। অন্যটি পেয়েছে মৌমিতা মণ্ডল, ১০০ মি হার্ডলসে। 
প্রাক্তন রাজ্য ক্রীড়াকর্তা আশিস সেনগুপ্ত জানিয়েছেন, ১০০ ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় যথাক্রমে ১২.১৯ ও ২৫.০৭ সেকেন্ড সময় নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের রাজশ্রী প্রসাদ দুটি ব্রোঞ্জ পাওয়ায় কিছুটা হলেও মান বেঁচেছে বাংলার। এবং স্বভাবতই প্রশ্ন উঠেছে, বাংলার 'খেল'  ভবিষ্যত নিয়ে।

No comments