ব্রেকিং নিউজ

রামধনু হেঁসেল বেঁচে থাকুক সকলের ভালোবাসায়

সাতদিনের প্রতিবেদন :  ইদানিং হালিশহরের যত্রতত্র কান পাতলে শোনা যাচ্ছে 'রামধনুই থাকছে না, তার আবার হেঁসেল !' কথাটা অবিশ্বাস্য মনে হলেও হালিশহরের মানুষ যারা সুদীপ্তকে অন্তত এই একটা দিক দিয়ে মনেপ্রাণে সমর্থন করত, তারাও ক্রমে এটা মানতে শুরু করছেন 'এই বুঝি গেল', কেননা শেষ কয়েকমাসে যেভাবে রামধনু তথা হেঁসেলের জৌলুস কমেছে, তাতে করে হেঁসেলটাই থাকে কিনা সন্দেহ ! অবশ্য সাধারণ মানুষেরই বা দোষ  কোথায় ! রাজনৈতিক পালা বদলের চাপে রামধনুর দিক পরিবর্তন হয়ে কবে যে নবদিগন্তে হারিয়ে যাবে তা স্বয়ং ঈশ্বরও জানেন না, আসলে ক্ষমতার খিদে যে অসহায়ের খিদের চেয়েও ভয়ঙ্কর !
এখন প্রশ্ন হল, বড়ো বড়ো রাজনৈতিক নেতা তো অনেক দেখা হল, কেউ কি ওই পরিবার খেদানো অসহায় সহায় সম্বলহীন গরিবগুর্বগুলোর কথা ভেবেছিল ? সোজা কথায় 'না' কেউই ভাবেন নি ! সবাই তো সেই নিজের আখের গোছাতেই  ব্যস্ত ছিলেন দিনের পর দিন ! যার স্বপ্ন ছিল নাট্যোৎসব, বসন্তোৎসব ইত্যাদির মধ্যে দিয়ে হালিশহরের সংস্কৃতির পরিধিকে আরও একটু বড়ো দিকে নিয়ে যাওয়া যেতে পারে, রামধনু হেঁসেলের মধ্যে দিয়ে যাতে অনাহারক্লিষ্ট মানুষগুলোর মুখে অন্তত একবেলা পেট ভরে আহার তুলে দিতে দেয়া যেতে পারে, তার সেই স্বপ্ন কী পূর্ণতা পাবে না? -- এই মুহূর্তে এটা অবশ্য লাখ টাকার প্রশ্ন ! --বাধাও হাজার !
তবু আজও রামধনুর শতাধিক সদস্যের লাগাতার প্রচেষ্টা, কিছু সহৃদয় মানুষের পূর্ণ সহযোগিতা এছাড়াও জন্মদিবস, বিবাহবার্ষিকী ইত্যাদি পালন করতে অনেকেই সাহায্যের পরশ নিয়ে জেলার প্রান্ত থেকে ছুটে আসা ওই দুঃস্থ মানুষগুলোর আশীর্বাদ পেতে বিনা দ্বিধায় পৌঁছে যাচ্ছেন রামধনু হেঁসেলের আঙিনায় l সবার সহযোগিতায় ফের আশায় বুক বেঁধেছে সুদীপ্তরাও, 

আজ 'রামধনু হেঁসেলে'র একবছর পূর্তি হল l ১১টা মাস হেঁসেলের নিরন্তর ও নিরলস প্রচেষ্টা এবং তার গতিকে থামতে না দেয়ার শক্ত মনের জোরকে আরও একটু শক্ত করতে একবার রাজনীতির রং  দূরে সরিয়ে শুধুমাত্র 'মন' দিয়ে  রামধনুর এই প্রয়াসকে আপন করে নিলে খুব ক্ষতি হবে কী ?

No comments