পুলিশ কমিশনারের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করলেন সাংসদ
সাতদিনের সমাচার : পয়লা সেপ্টেম্বরের ঘটনার সঠিক তদন্ত চেয়ে বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার বিরুদ্ধে 'এফআইআর' করলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। ঘটনার দিন সিপি মনোজ ভার্মা তাঁকে লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন বলে সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেছিলেন অর্জুন সিং। রক্তাক্ত অবস্থায় তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাইও পড়ে সেদিন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। একটু সুস্থ হবার পর তিনি ফের সাংবাদিকদের বলেন, খোদ সিপি তাঁর মাথায় আঘাত করেছিল, তবে সেটা লাঠি নয়, তা ছিল পিস্তলের বাঁট। এটা তাঁকে খুনের চেষ্টা বলেও তিনি মন্তব্য করেন। সেদিন প্রায় সঙ্গে সঙ্গেই হাসপাতালে যান বিজেপি নেতা মুকুল রায় ও অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। অভিযোগ ওঠে, খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এর পিছনে আছেন।
প্রসঙ্গত, শ্যামনগরে সেদিন দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির তুমুল সংঘর্ষ হয়। সেখানে পুলিশকে ইঁট ছোঁড়া শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে বলে পুলিশ দাবি করে। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে জগদ্দলে অর্জুনপুত্র বিধায়ক পবন ও স্থানীয় পুরপ্রধান সৌরভ সিংয়ের নেতৃত্বে শুরু হয় পথ অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাংসদ। বিজেপি কর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ শুরু করে। সেখানেই আহত হন অর্জুন।
গতকাল তিনি ঘটনার তদন্ত চেয়ে পুলিশ কমিশনার মনোজ ভার্মার বিরুদ্ধে ১৫৬ ধারায় 'এফআইআর' দায়ের করেন বলে জানিয়েছেন অর্জুন'বাবুর আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সংবাদমাধ্যমকে তিনি জানান, 'পিটিশন'টি সংশ্লিষ্ট থানায় গতকালই পাঠিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, তাঁর মক্কেলকে সেদিন ঘটনাস্থলে ডেকে পাঠিয়েছিলেন জগদ্দল থানার আইসি। তাঁর কাছেই গেল বারাকপুরের সিপি মনোজ ভার্মার বিরুদ্ধে অর্জুন কৌঁসুলির এফআইআর-এর আবেদন।
No comments