ব্রেকিং নিউজ

অনেকেই প্রভাবশালী' কেন বললেন মুকুল ?

সাতদিনের সমাচার : 'আমি একা কেন, অনেকেই প্রভাবশালী'। হঠাৎ করে আজ সংবাদমাধ্যমকে একথা বললেন কেন বিজেপি নেতা মুকুল রায়? এটা কি গ্রেফতারের হাত থেকে বাঁচার কোন অজুহাত মুকুলের? ঘরে-বাইরে এমনই প্রশ্নের মুখে মুকুলের সাফাই।
সাম্প্রতিক কিছু ঘটনায় চোখ রাখলেই, ব্যাপারটা আন্দাজ করা যায়।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম এখন তিহার জেলে। তাঁর মত গতকাল পর্যন্ত হন্যে হয়ে খুঁজেও গ্রেফতার করতে না পারা রাজ্যের সিপি,আই পিএস রাজীবকুমারের বিরুদ্ধেও একই বক্তব্য  সিবিআইয়ের। যদিও আজ শেষ পর্যন্ত আদালত থেকে জামিন পেয়েছেন রাজীবকুমার। এবার নিশ্চয়ই তিনি প্রকাশ্যে আসবেন এবং সিবিআইয়ের কর্মদক্ষতার সীমাবদ্ধতা ফের প্রমাণিত হবে। পাশাপাশি এটাও প্রতিস্থাপিত হবে যে সিবিআই অভিযুক্তদের প্রমাণ ছাড়াও স্রেফ 'প্রভাবশালী' তকমা সেঁটে গ্রেফতার হওয়াদের নিজেদের হেফাজতে রাখার সুবিধা নিতে  আবেদন করে আদালতে।
মুকুলও সম্ভবত সে কথাটাই বলতে চেয়েছেন। কারণ ডিসিপি এসএমএইচ মির্জাকেও গ্রেফতার করে তিনি যাতে জামিন না পান, সেজন্য একই বক্তব্য খাঁড়া করেছিল সিবিআই। তাছাড়া মির্জার সাথে মুকুলকে ক'দিন আগে জেরা করার পর মির্জাকে যতটা স্বচ্ছন্দ মনে হয়েছে, মুকুলকে অনেকেই তা মনে করছেন না। বিশেষত গতকালই মুকুলের কলকাতার বাসস্থানে মির্জাকে নিয়েই হানা দিয়েছিলেন সিবিআইযের অফিসারেরা। যা একরকম অপ্রত্যাশিত ছিল। কারণ, অনেকেই ধরে নিয়েছেন জে মুকুল নারদা সহ নানা কাণ্ডে গ্রেফতারি এড়াতেই বিজেপিতে যোগ দিয়েছেন। পাশাপাশি এটাও দেখার যে খোদ তাঁর দলের রাজ্য কমিটির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন যে নিজের নির্দোষিতা মুকুলকেই প্রমাণ করতে হবে।
রাজ্য জুড়ে এরপর যে কানাঘুঁষো শুরু হয়েছে, তাতে মুকুলের আজকের মন্তব্য যে ইন্ধন জোগাবে, তাতে সন্দেহ নেই। কারণ গ্রেফতার হওয়াদের ক্ষেত্রে জামিন আটকাতে সিবিআইয়ের প্রধান অস্ত্রই হল তাঁকে 'প্রভাবশালী' বলা। এবং 'অভিযুক্ত জামিন পেলে প্রভাব খাটিয়ে তথ্য-প্রমাণ লোপাট করতে পারে' বলা। যাতে পরবর্তীতে অভিযুক্ত জামিন পেলেও অনুসন্ধানকারীরা তথ্য-প্রমাণ লোপাটের যুক্তি খাঁড়া করে নিজেদের বাঁচাতে পারে।
সিবিআইয়ের চেয়ে মুকুলের দায় অনেক বেশি, তাইই সম্ভবত তাঁর বক্তব্য আগেভাগে পেশ করে রাখলেন মুকুল।

No comments