মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মতিথিতে নদিয়ার হবিবপুরে আলোচনাসভা -বস্ত্রদান
সাতদিনের সমাচার : নদিয়ার হবিবপুর স্টেশনের নিকটবর্তী বাজারে আজ মহাত্মা গান্ধীর ১৫০তম জন্ম জয়ন্তী উপলক্ষ্য একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন হয় সারাদিন ব্যাপী। সকালে মহাত্মার প্রতিকৃতিতে মাল্যদান, পতাকা উত্তোলন করেন গান্ধী জন্মজয়ন্তী কমিটি ও রামপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়ারী কর্মীরা। বিকেল থেকে ছিল সঙ্গীত-আলোচনা ও বস্ত্র বিতরণ। খুদে'দের রুচিসম্মত গানের পর সন্ধ্যায় শতাধিক বয়স্ক পুরুষ-নারী-শিশু দুঃস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দেন কাঁচরাপাড়ার 'আজকের অনুভব পত্রিকা' পরিবারের পক্ষে সমীর রায়, যদুনাথ মণ্ডল, খগেন্দ্র নাথ বিশ্বাস, সুবিনয় পাল প্রমুখ। সভায় আয়োজকদের সভাপতি পশুপতি অধিকারী গান্ধী সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সঞ্চালনা করেন সম্পাদক দীপঙ্কর দাস।
No comments