ক্যাবের প্রতিবাদে ইচ্ছাপুরে পথ অবরোধ কংগ্রেসের
সাতদিনের সমাচার : অবশেষে বুধবার সংসদের উচ্চ কক্ষে পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)! কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী দেশের সর্বত্র দল ও তাঁর শাখা সংগঠনকে একযোগে পথে নামার নির্দেশ দিয়েছেন l তারই কর্মসূচী হিসেবে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা l বৃহস্পতিবার সকালে উত্তর বারাকপুর শহর কংগ্রেস কর্মীরা ইচ্ছাপুর কণ্ঠধার মোড়ে ঘোষপাড়া রোড অবরোধ করে, এর জেরে অফিস টাইমে তীব্র যানজটের সৃষ্টি হয় ঘোষপাড়া রোড জুড়ে l অবরোধকারী কংগ্রেসেকর্মীরা 'ধর্মের ভিত্তিতে সিএবি মানছি না বলে স্লোগান দিতে থাকেন, এদিন তাঁরা নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখান , প্রায় আধ ঘন্টা চলে অবরোধ l উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেস নেতা অশোক ভট্টাচার্য বলেন,সংবিধান,মানবতা বিরোধী নাগরিকত্ব সংশোধনী বিলকে অনৈতিক ভাবে পাস করিয়েছে কেন্দ্রীয় সরকার!ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব ভারতীয় সংবিধান স্বীকৃত নয় l অভিযোগের সুরে তিনি বলেন,ধর্মের নামে দেশকে ভাগ করে দেওয়ার চক্রান্ত চলছে, সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাবে কংগ্রেস কর্মীরা l'
No comments