তৃণমূলের নতুন শ্রমিক সংগঠন হুকুমচাঁদে
সাতদিনের সমাচার : হুকুমচাঁদ জুটে মিলে নতুন শ্রমিক সংগঠন তৈরী করল তৃণমূল l নাম জুট এন্ড টেক্সটাইলস ওয়ার্কার্স ফেডারেশন l তৃণমূল জুট এন্ড টেক্সটাইলস ওয়ার্কার্স ফেডরেশনের পরামর্শদাতা সুবোধ অধিকারী,ভাটপাড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি সোমনাথ শ্যাম,আলোরাণী সরকার,শ্রমিক নেতা প্রদীপ পুরির উপস্থিতিতে বুধবার মিল কর্তৃপক্ষের কাছে একটি প্যানেলও জমা দেয় শ্রমিক তথা সংগঠনের সদস্যরা l মিল কর্তৃপক্ষর কাছে প্যানেল জমা দিয়ে সুবোধ অধিকারী বলেন,'শ্রমিকদের বিভিন্ন ভাবে শোষণ করা হচ্ছিল l ইউনিয়ানের দায়িত্ব থাকা অর্জুন সিংও এই কাজে যুক্ত ছিলেন, এটা যাতে না হয় তার জন্য আমরা নতুন প্যানেল জমা দিলাম l তিনি আরও বলেন,বেআইনি ভাবে শ্রমিকদের কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে, শ্রমিকদের ওপর অতিরিক্ত কাজের চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে!এক থেকে দেঢ় ঘন্টা অতিরিক্ত কাজ করিয়ে পারিশ্রমিক দিচ্ছে না মিল কর্তৃপক্ষ!শ্রমিকদের ন্যায্য দাবিদাওয়া নিয়ে শান্তিপূর্ণ ভাবে আমাদের আন্দোলন চলবে l' সোমনাথ শ্যাম বলেন, ২৫জনের কমিটির প্যানেল জমা দেওয়া হয়েছে, এখানকার ইউনিয়ন তৃণমূলের নেতৃত্বে চলবে l শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গেট মিটিং করে শ্রমিকদের তা জানিয়ে দেওয়া হবে l মূলত সময় মতো শ্রমিকদের গ্র্যাচুইটি,পিএফ জমা না দেওয়া,ঠিকাদারির প্রতিবাদ করার জন্য ইউনিয়ন গঠন করা হয়েছে, এতে শ্রমিকদের সমস্যার অবসান ঘটবে l শ্রমিক নেতা প্রদীপ পুরি বলেন,মিল ম্যানেজমেন্ট জঙ্গলরাজ কায়েম করেছে ! আমরা শ্রমিকদের স্বার্থে কাজ করব, আবার ম্যানেজমেন্ট যদি শ্রমিকদের পেটে লাথি মারে আমরা কথা দিছি তাঁকে তাড়িয়ে ছাড়ব l
No comments