ব্রেকিং নিউজ

স্বচ্ছতা পখওয়াডা ইচ্ছাপুর মেটাল এন্ড স্টিল ফ্যাক্টরিতে

সমাচার সাতদিন : স্বচ্ছ ভারত মিশন কর্মসূচিতে সামিল হয়ে  স্বচ্ছতা পখওয়াডা অভিযান চালাল ইচ্ছাপুর স্টিল এন্ড মেটাল কারখানার কর্মীরা l গত ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলে এই অভিযান l সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে  কারখানার জেনারেল ম্যানেজার সঞ্জয় চাওলা বলেন,আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কর্মসূচি শুরু করে ছিলাম, 'প্লাষ্টিক সে রক্ষা স্বচ্ছতা হি সুরক্ষা' গত পনেরো দিন ধরে চলা এই কর্মসূচি তে আমরা বৃক্ষ রোপন থেকে শুরু করে প্লাস্টিক বর্জন, এছাড়াও নিকাশিনালা পরিষ্কার করা হয়েছে l' জেনারেল ম্যানেজার আরও জানান, ইচ্ছাপুর স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা আয়ূধ উদ্যানকে সাফাই করে পার্কের চেহারায় পরিণত করা হয়েছে, যা আগামীদিনে এলাকার মানুষের জন্য খুলে দেওয়া হবে!এছাড়া কারখানার পাশে একটি বিশাল ড্রেন ২০ বছর ধরে অপরিষ্কার অবস্থায় বন্ধ হয় পড়ে ছিল, সেই নালাটি পরিষ্কার করে পুরনো চেহারা ফিরিয়ে দেওয়া হয়েছে, এই সাফাই কর্মসূচি প্রতিদিন চলবে, সারা বছর ধরে l এদিন উপস্থিত ছিলেন,কারখানার জয়েন্ট জেনারেল ম্যানেজার আর.ডি বর্মা, জয়েন্ট ওয়ার্কস ম্যানেজার সুরজিৎ দে, ওয়ার্কশপ ম্যানেজার প্রশাসনিক বাপ্পাদিত্য  পাল,ডঃ সুমন্ত পাল সহ  কারখানার অন্যান্য আধিকারিকরা l

No comments