এনভিএফ ক্যাম্পে আগুন,চাঞ্চল্য এলাকায়
সাতদিনের সমাচার : হালিশহর এন.ভি.এফ ক্যাম্পে আগুন ! আর তাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়াল এলাকায় l ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে হালিশহর বাগমোড় ঘোষপাড়া রোডের ধারে এনভিএফ ক্যাম্পের ভিতরে l জানা গেছে ,এদিন বিকালে ওই ক্যাম্পের ভিতরে হঠাৎ আগুন লেগে যায় l আগুনের তীব্রতা ক্রমশ বেড়ে চলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বীজপুর থানার পুলিশ l একে একে করে আসে দমকলের চারটি ইঞ্জিন বেশ কিছুক্ষনের চেষ্টায় আয়ত্বে আসে আগুন l তবে কি কারণে এই অগ্নিকান্ড তা জানা যায়নি!জানা যায় নি ক্ষয়ক্ষতি পরিমানও l হতাহতের কোনও খবর নেই l
No comments