কর্মনাশা বনধ ডেকে দেশকে পিছিয়ে দিচ্ছে বামেরা : অর্জুন
সাতদিনের সমাচার : 'নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে বামেরা, তাদের কেউ বিশ্বাস করে না, তাই তাদের 'বনধ' দিয়ে সমস্যার সমাধান হবে না, দেশকে এগিয়ে নিয়ে যাবার বদলে বাম দলগুলি দেশকে পিছিয়ে নিয়ে চলেছে কর্মনাশা 'বন্ধ' করে - বামেদের 'বন্ধে'র রাজনীতির বিরুদ্ধে এবার তোপ দাগলেন সাংসদ অর্জুন সিং । বারাসতের নীলগঞ্জ এর সুভাষনগরে সনাতন ধর্ম প্রচার ও প্রসার সংঘের পরিচালনায় একটি অনুষ্ঠানে এসে বারাকপুরের বিজেপি সাংসদ বলেন, 'শুধু জয় শ্রীরাম বললে হবে না,কেন জয় শ্রীরাম বলব সেটাও বুঝতে হবে, চানক্য নীতি বুঝতে হবে' l বামেদের ভারত বনধ ও মিছিল প্রসঙ্গে সাংসদ সাংবাদিকদের বলেন, 'ধর্মঘট করা বাম সংগঠনগুলির কাজ, কিন্তু মাথায় রাখা উচিত ধর্মঘট দিয়ে সমস্যার সমাধান হয় না, আসলে বামেদের গ্রহনযোগ্যতা ক্রমশ কমছে, মানুষ তাদের আর কোনওভাবেই বিশ্বাস করে না।'
No comments