রাজ্যে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত : বিস্ফোরক বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা
সাতদিনের সমাচার : ''দেশের সংবিধান না মেনে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কি এ রাজ্যকে বৃহত্তর বাংলাদেশ বানাতে চান ? ' -উত্তর চব্বিশ পরগণার নীলগঞ্জে একটি ধর্মীয় সভায় এসে এ প্রশ্ন তোলেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা l তিনি বলেন, 'দেশের সংবিধান না মানার যে ধারা তৃণমূল বয়ে নিয়ে চলতে চাইছে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া উচিত অবিলম্বে। আসলে মমতা বন্দোপাধ্যায় ' পাল্টি খাচ্ছেন' মন্তব্য করে শঙ্কুদেব বলেন, 'এ রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বিমুখী কথা বলছেন , সংবিধান মানতে চাইছেন না।' শঙ্কুদেব অভিযোগ তোলেন, 'দেশবিভাগের পরে নির্যাতিত মানুষের দাবী অগ্রাহ্য করছেেন মুখ্যমন্ত্রী, রাজ্যপালকে পদে পদে বিরোধিতা করে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রী ও তৃণমূল সরকার রাষ্ট্রপতি শাসনের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে গেলেও ছাড় পাবেন না।' সাংবাদিকদের সামনে শঙ্কুদেব এও বলেন, বিজেপি দলের হয়ে রাজনীতি করে তিনি অতীতে তৃণমূলী হওয়ার পাপের প্রায়শ্চিত্ত করছেন ।
No comments