ব্রেকিং নিউজ

কাঁচরাপাড়াতে অটো উল্টে গুরুতর আহত চার যাত্রী

 নিজস্ব প্রতিনিধি: আজ বিকেল নাগাদ কাঁচরাপাড়া স্টেশন থেকে বাগমোড় রুটের একটি যাত্রীবাহী  উল্টে গুরুতর জখম হলেন চার যাত্রী । যাত্রীবাহী অটোটি দ্রুতবেগে বাঘমোড় থেকে কাঁচরাপাড়া স্টেশন এর দিকে যাচ্ছিল সে সময় এক মহিলা অবচেতনভাবে রাস্তা পার হওয়ার সময় মহিলাকে বাঁচাতে গিয়ে অটোচালক ব্রেক কষায় উল্টে যায় অটোটি। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা সংবাদকর্মী সুব্রত রায়, স্বর্ণদ্বীপ সূত্রধর ও সৌভিক সরকারের  তৎপরতায় আহত যাত্রীদের উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে পাঠানো হয়। আহত যাত্রী জয়ন্তী রায়(৫৫) ও মধুমিতা মন্ডল(২৫) দুজনেই কাঁচরাপাড়ার বাসিন্দা অপরজন পলি মালদার(৫৬) গেদের বাসিন্দা। খবর পেয়ে ছুটে আসে বীজপুর থানার পুলিশ,এম্বুলেন্স এর ব্যবস্থা করে আহতদের হাসপাতালে পাঠানো হয় ।

No comments