বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত তৃণমূল কর্মী
নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪পরগনা: দোকান থেকে বাড়ি ফেরার দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে মৃত এক যুবক l মৃত ব্যক্তির নাম রহিম শেখ (৩০)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ভারতী মোড় এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় রহিম শেখ নিজের দোকান থেকে বাড়ি ফিরছিল। তখনই রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায়। রহিমের সঙ্গে ছিল আরো কয়েকজন ব্যক্তি। গুলি লাগে তাদেরও। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় রহিমকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। রহিমের বুকে পেটে মিলিয়ে প্রায় সাতটি গুলি লেগেছে বলে জানিয়েছেন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসকরা। তবে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার পর এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। শুরু হয়েছে তল্লাশি। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি । রহিম এলাকায় যুব তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিল। এই ঘটনার পেছনে আদি তৃণমূলের হাত থাকতে পারে বলে সন্দেহ করছে যুব তৃণমূল কর্মীরা।
No comments