বাড়ি উদ্ধারে গিয়ে দখলদারের ছোঁড়া অ্যাসিডে আক্রান্ত তিন মহিলা কাঁচরাপাড়ায়
সাতদিনের সমাচার : জবর দখলদারকে উচ্ছেদ করতে গিয়ে দখলদারের হাতে অ্যাসিড আক্রান্ত নিতু বিবি(৪০),আজিবা বিবি(৫৩) এবং হুসেনারা বিবিc( ৩৮) নামের তিন মহিলা ।
যদিও প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাদের। অভিযুক্ত মহিলা অনিমা সরকার'কে বিজপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে।
জানা গেছে, এক বছর আগে স্থানীয় বাসিন্দা প্রভাস সরকারের কাছ থেকে কল্যানি রোড লাগোয়া পাল্লাদহ এলাকায় বাড়িটি কিনেছিল জাকির মন্ডল। কিন্তু কিছুতেই তার দখল পাচ্ছিল না জাকির ও তার পরিবার। আজ সেই বাড়ি দখল নিতে গেলে পুরানো মালিকের প্রাক্তন স্ত্রী অনিমা সরকার ওই মহিলাদের অ্যাসিড ছোঁড়ে জাকির এবং তার সঙ্গে থাকা মহিলাদের লক্ষ্য করে।পুলিশ ঘটনা খতিয়ে দেখছে l
No comments