ব্রেকিং নিউজ

সৌরভ অধিনায়ক ছিলেন অধিনায়কই আছেন : ইরফান

সাতদিনের সমাচার, বারাকপুর: সৌরভ অধিনায়ক ছিলেন, আজও অধিনায়ক হিসেবেই রয়ে গেছেন মঙ্গলবার কামারহাটিতে একটি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলায় উপস্থিত হয়ে এমনই অভিব্যক্তি প্রকাশ করেন  ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডরা ইরফান পাঠান। ১৪ জানুয়ারী সন্ধ্যায় কামারহাটির ছাই ময়দানে উপস্থিত হয়ে তিনি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বর্তমানে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলির ভূয়সী প্রশংসা করে বলেন, 'সৌরভ অনেক কাজ করেছে আগেও , ভবিষ্যতেও অনেক কাজ করবে। ঘরোয়া ক্রিকেটেও তার বড়ো অবদান রয়েছে ।' আসন্ন নিউজিল্যান্ড সফর নিয়ে তিনি জানান, 'ভারতের কাছে এই সফর  চ্যালেঞ্জিং হবে, তবে আমাদের দল যেহেতু ভাল, তাই তারা ভালই খেলবে।' এদিন এই প্রতিযোগিতায় অতিথি হিসেবে ইরফান পাঠান ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বার্মা, পুরপ্রধান গোপাল সাহা সহ প্রমুখ। ফুল মিষ্টি সহযোগে অভ্যর্থনা জানানো হলে তাতে মোহিত হয়ে ইরফান বলেন,  'অবসর নেব মনেই হচ্ছে না, মনে হচ্ছে হাজার উইকেট নিলাম ।'

No comments