পুরোভোটেও বিজেপি ভালো ফল করবে : নিশ্চিত মুকুল
সাতদিনের সমাচার : পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি হতে চলেছে পুরভোটে। মানুষ যদি ভোট দিতে পারে তবে বহু আসনেই বিজেপির জয় নিশ্চিত - আজ বারাসাত আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের এমনটাই বললেন বিজেপি নেতা মুকুল রায় l তবে এখনই কেন্দ্রীয় বাহিনীর দাবী জানাচ্ছেন না তিনি। কেননা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নিতে পারে এক মাত্র সরকার বা হাইকোর্ট । মুকুলবাবুর কথায়, যেহেতু মমতা ব্যানার্জীর নিজস্ব বাহিনী আছে উনি তাই কেন্দ্রীয় বাহিনী চাইবেন না, তাই পঞ্চায়েত ভোটের মতই হিংসার আশঙ্কা থেকেই যাবে l' বিজেপি নেতার দাবী, রাজ্যের প্রতিটি জেলে ২০০০ বিজেপি কর্মীকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে, ৩৫ বছরে যেখানে আমার বিরুদ্ধে একটিও মামলা ছিল না, আর মাত্র দুবছরে ৪১ টা মামলা ! এটা বিশ্বাসযোগ্য ?' মুকুলবাবুর মতে রাজ্যের সব পুরসভার ভোট এক সঙ্গে করানো গেলে এবং ঠিকঠাক মত মানুষকে ভোট দেওয়ানো গেলে বিজেপির ভোট ও আসন বাড়বে বহুগুন আর সেটা বুঝেই মমতা ব্যানার্জী তার সরকারকে ভেঙ্গে দেওয়ার কথা বলছেন, মানুষের সমবেদনা পেতে চাইছেন কিন্তু আমরা তা হতে দেব না ।' এদিকে সিএএ আইন না মানায় রাজ্যে সাংবিধানিক সংকট তৈরী হচ্ছে।যেহেতু সংবিধান জানা ব্যক্তিরা সংসদে রয়েছে সেখানেই রাজ্যের সাংবিধানিক সংকট নিয়ে আলোচনা হওয়া উচিত বলে জানিয়ে দেন বিজেপি নেতা মুকুল রায়। তার অভিযোগ, এ রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে সংবিধানের প্রতি দায়বদ্ধ থাকছেন না। এটা যথেষ্ট দুঃখের কথা l
No comments