ব্রেকিং নিউজ

নিষ্ক্রিয় পর্বে বিস্ফোরণ : কোপে নৈহাটীর আই সি সহ তিন পুলিশ কর্মী : ক্ষোভ পুলিশ মহলে

সাতদিনের সমাচার : নৈহাটির দেবকের বাজি কারখানার উদ্ধারকৃত বিস্ফোরক নিষ্ক্রিয়কালীন বিস্ফোরণের জেরে   শাস্তির মুখে নৈহাটী থানার আই সি সহ তিন পুলিশ কর্মী। এই খবর পাওয়া মাত্র বুধবার বিকেলে বারাকপুর কমিশনারেটের পুলিশ মহলে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠেছে, বিস্ফোরক কি জাতের, কতটা শক্তিশালী, তার ফরেনসিক রিপোর্ট, নিষ্ক্রিয়কালীন অবস্থায় বম্ব স্কোয়াডের ভূমিকা ইত্যাদির তদন্ত না করে উপযুক্ত কারণ ছাড়াই ওই পুলিশ কর্মীদের বরখাস্ত করা হয়েছে ! এই বরখাস্তের নির্দেশ কি অন্য কাউকে আড়াল করা ? তবে সরাসরি কোনও পুলিশ কর্তা এ নিয়ে মুখ খুলতে রাজি হননি l এদিকে রাজনৈতিক মহলেও চলছে চাপান উতোর ! বিজেপির দাবি প্রথম থেকেই ছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে এই বিস্ফোরণের তদন্ত করতে হবে l 
প্রসঙ্গত, নৈহাটির দেবকে বেআইনি বাজি কারখানায় ঘটা বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যায় দুই মহিলা সহ চার জন,পরে আরও একজনের মৃত্যু হয় হাসপাতালে।ঘটনার একদিন পরে বোম স্কোয়াড ও নৈহাটী থানা দেবকে তল্লাশি চালিয়ে তিনটি ট্রাক ভর্তি বাজি,বিভিন্ন রাসায়নিক ও প্রচুর বিস্ফোরক উদ্ধার করে। নিষ্ক্রিয় করার জন্য বাছা হয় গঙ্গা তীরবর্তী ছাইঘাট। প্রথম তিনদিন নিষ্ক্রিয়করণের কাজ ভালোভাবে মিটলেও চতুর্থ দিনে ভয়াবহ বিস্ফোরনের কারণে শিরোনামে উঠে আসে নৈহাটি। ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা গঙ্গার দুই পাড় মিলিয়ে প্রায় হাজার! ঘটনার জেরে মুখ‍্যমন্ত্রীকে মুখ খুলতে হয় বারাসাতের একটি সভায় দাঁড়িয়ে। রাজ‍্যপাল জগদীপ ধনখড় সরাসরি বিবৃতি দেন। অস্বস্তি ক্রমাগত বাড়তে থাকে শাসকদলের। এমনকি বিস্ফোরণের দৃশ্য হিরোশিমার পরমাণু বোমার আকারে মুহূর্তে স‍্যোশাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় । সিআইডি থেকে ফরেনসিক  বিষেশজ্ঞরা ঘটনাস্থলে তদন্তে আসে। ড্যামেজ কন্ট্রোল করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্থদের চিকিৎসা থেকে দৈনন্দিন আহারের দায়িত্ব নেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক l কিন্তু তাতেও পরিস্থিতি সামাল না দেওয়া না গেলে শেষ পর্যন্ত প্রশাসনিক স্তরে চলে বৈঠক এবং শেষ পর্যন্ত কোপ পড়ে নৈহাটির আইসি অতনু চক্রবর্তী এবং  অপর দুই পুলিশ কর্মীর ঘাড়ে l বিশেষজ্ঞরাও বলছেন, বড় কিছু চাপা দিতে হলে ছোট ছোট বস্তুকে বলি হতেই হয় l

No comments