সৌর বিদ্যুৎ প্রকল্প ইছাপুরে মেটাল কারখানায় : প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় রোপন হবে সহস্রাধিক বৃক্ষ
সাতদিনের সমাচার : পরিবেশ বান্ধব বিদ্যুতের যোগান দিতে সক্ষম এমন সৌরশক্তি চালিত নিজস্ব বৈদ্যুতিক প্রকল্প তৈরী করতে চলছে ইছাপুর মেটাল এন্ড ষ্টীল কারখানা। যার জেরে কাটা পড়বে বহু গাছ, আর সে কারণেই আগেভাগে পরিবেশের ভারসাম্য রক্ষায় পনেরেশ'টিরও বেশি চারা গাছ লাগাতে উদ্যোগী হল কারখানা কর্তৃপক্ষ l সোমবার সকালে কারখানার নর্থল্যান্ড এস্টেট এলাকায় সৌরশক্তিচালিত প্রকল্পের উদ্বোধন করতে এসে ইছাপুর মেটাল এন্ড ষ্টীল-র জেনারেল ম্যানেজার সঞ্জয় চাওলা জানান, 'আগামী দিনে পরিবেশের কথা মাথায় রেখে এই সোলার পাওয়ার প্ল্যান্ট গড়ে তোলা হচ্ছে, এর দ্বারা তিন মেগা ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে, যা প্রতিদিন কারখানার ১০,৫০০ ইউনিট বিদ্যুৎএর চাহিদা মেটাতে সক্ষম হবে l তিনি আরও বলেন,'নিজস্ব এই বিদ্যুৎ প্রকল্পের কারণে মেটাল কারখানায় বছরে বিদ্যুতের বিল বাবদ ১ কোটি ১৪ লক্ষ টাকা সাশ্রয় হবে। তবে নর্থল্যান্ডের যে স্হানে সোলার প্রকল্পটি তৈরি হবে তার জন্য বেশ কিছু গাছ কাটা পড়বে, আমরা বন দপ্তরের অনুমতি নিয়েই প্রকল্প এলাকার আশপাশ জুড়ে ১৫৭০ টি গাছ বসাচ্ছি।' এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উঃ২৪ পরগনা জেলা বন আধিকারিক নিরঞ্জিতা মিত্র,বেল-র ডেপুটি জেনারেল ম্যানেজার বিশ্বনাথ কুলকার্নি এবং মেটালের অন্যান্য আধিকারিকরা।
No comments