ব্রেকিং নিউজ

উৎসবের প্যান্ডেলে আগুন : নালিশ তৃণমূলের বিরুদ্ধে

সাতদিনের সমাচার : হালিশহর পুরসভার ৯ নম্বর ওয়ার্ড বলদেঘাটা সংলগ্ন বৈদ্যপাড়া ঘাটে চলছিল পিঠে পুলি উৎসব l অনুষ্ঠানের মূল হোতা হালিশহর পৌরসভার উপপৌরপ্রধান দেবাশিস (রাজা ) দত্ত। গতকাল রাতে হঠাৎ কয়েকজন দুষ্কৃতীরা  'পিঠেপুলি উৎসবে'র প্যান্ডেলে আগুন ধরিয়ে  দেয় বলে জানা গেছে । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন হালিশহর পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা বিজেপি নেতা রাজাবাবু । তিনি বলেন এ সব নোংরা রাজনীতি, সরাসরি ময়দানে এঁটে উঠতে পারছে না বলে এইসব কাণ্ড ঘটাচ্ছে, সাধারণ মানুষ সব দেখছে, জানছে, সময় আসলে তারাই এর প্রত্যুত্তর দেবে l অবশ্য   শাসক দল অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে, স্থানীয় নেতাদের মতে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব।

No comments