ব্রেকিং নিউজ

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক কাকদ্বীপে : গঙ্গাসাগর মন্দিরেও উড়ে যাবেন তিনি

সাতদিনের সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা : কাকদ্বীপের হালদার চকে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী । সভায় বিভিন্ন সরকারি পরিষেবা যেমন কন্যাশ্রী থেকে রূপসী, কৃষক বন্ধু থেকে সবুজ সাথী, খাদ্য সাথী সহ নানান প্রকল্প মানুষের সামনে তুলে ধরার জন্য জেলাশাসক কে নির্দেশ দেন তিনি। সমস্ত বিধায়ক এবং সাংসদদের নাম ধরে ডেকে ডেকে তাদের সুবিধা অসুবিধার কথা শুনে তিনি বলেন, 'নতুন করে কোন বড় কাজ এখন করা যাবে না, কেননা সরকারি কোষাগারে অর্থের পরিমান যথেষ্ট কম, তাই যেটুকু প্রয়োজন চেষ্টা করা হচ্ছে ।' সাংসদ , বিধায়ক,সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের কর্মাধক্ষ্য  অধ্যক্ষ-উপাধ্যক্ষগণ সহ স্থানীয় নেতাদের উপস্থিতিতে জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের সামনে জেলার উন্নয়ন নিয়ে নেতার নেতৃবৃন্দের উপর সোচ্চার হোন মুখ্যমন্ত্রী । বিধ্বংসী ঝড় 'বুলবুল'এর তান্ডবে জেলার বিভিন্ন জায়গায় যে ক্ষতি হয়েছে তার বর্তমান অবস্থা নিয়েও আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেন তিনি l জেলার বিভিন্ন ঘটনা নিয়ে পুলিশের কাছে সর্বশেষ পরিস্থিতি এবং বিশেষ করে আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে সে ব্যাপারেও জেলা প্রশাসনের কাছে খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী । বৈঠক শেষে তিনি গঙ্গাসাগরে হেলিকপ্টারে উড়ে যান সেখানে  পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর । আগামীদিনে একটি জনসভা রয়েছে এই জেলার পাথরপ্রতিমা কলেজ মাঠে সেখানে তিনি এন আর সি,সিএএ নিয়েও সোচ্চার হতে পারেন বলে জানা গেছে l

No comments