ব্রেকিং নিউজ

ভাটাপাড়া পুরসভা থেকে বাজি কারখানা : মুখ খুললেন জ্যোতিপ্রিয়

সাতদিনের সমাচার : 'বৃহস্পতিবার হাইকোর্ট ভাটপাড়া পুরসভা নিয়ে যা রায় দিয়েছিল তাতে আমরা সন্তুষ্ট হতে পারিনি। আমাদের মনে হয়েছে পরিস্থিতি আমাদের অনুকূলে আছে তাই আমরা এদিন ডিভিশন বেঞ্চে আবেদন করি, আদালত সেই আবেদন গ্রহন করে সোমবার শুনানির দিন ধার্য করেছেন। আদালত যে রায় দেবে আমরা সেটা মেনে নেব' - ভাটপাড়া পুরসভা দখলে আদালতের রায় এবং অর্জুন শিবিরের আইনগত জয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই বললেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক l আগামী ৯ তারিখ মুখ্যমন্ত্রী বারাসাতে যাত্রা উৎসবের উদ্বোধন ও সিএএ এবং এনআরসি বিরোধী র‍্যালির প্রস্তুতি নিয়ে উত্তর ২৪ পরগনার বারাসাতের বিদ্যাসাগর মঞ্চে একটি অনুষ্ঠানে এসে মন্ত্রী দাবি করেন, 'আজ না হয় কাল ভাটপাড়া পুরসভার দখল সংখ্যার নিরিখে তৃণমূলই নেবে।'  নৈহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং এর অভিযোগ প্রসঙ্গে জ্যোতিপ্রিয় বলেন,' অর্জুন সিং পাগলের প্রলাপ বকছেন। সাংসদ হওয়ার পর ওনার সাইজটা বড় হয়ে গেছে। ওনারকে রাষ্ট্রসংঘ বা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এর কাছে অভিযোগ করা উচিত!'  বিস্ফোরণ হওয়া বাজি কারখানার মালিক তৃণমূল কর্মী  প্রসঙ্গে খাদ্যমন্ত্রী আরও বলেন, 'কেউ আইনের ঊর্দ্ধে নয়, অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

No comments