কারখানায় আগুন হালিশহরে : চাঞ্চল্য এলাকায়
সাতদিনের সমাচার : ভয়াবহ আগুনে পুড়ে ছাই হালিশহর পঞ্চায়েতের মালঞ্চ এলাকার একটি লোহার কারখানা । আজ মঙ্গলবার বেলার দিকে ঘটা এই অগ্নিকান্ড নিয়ে তীব্র চাঞ্চল্য গোটা মালঞ্চ ডিপটিউবয়েল মাঠ এলাকায়। জানা গেছে, এদিন বেলা দেড়টা নাগাদ হঠাৎ বিধ্বংসী আগুন লাগে কারখানা মালিক স্থানীয় নারায়ন দাসের বাড়িতে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। ব্যবসায়িক দ্রব্যাদি সহ দুটি মোটর বাইক এবং মেশিনপত্র আগুনে পুড়ে গেছে বলে খবর । আতঙ্কিত স্থানীয়রা জানান, মালঞ্চ কালীতলায় দাসবাবু'দের লোহার তার দিয়ে ঝুড়ি তৈরির কারখানা রয়েছে। তবুও বাড়িতে মেশিন বসিয়ে ঝুড়ি তৈরির কাজ চলতো, বাড়িতে একটি গোডাউনও ছিল। অভিযোগ, বাড়িতেই লুকিয়ে চলত কারখানা। এদিন আগুন লাগার পরই কর্মরত শ্রমিকরা ভয়ে চম্পট দেয়। অবশ্য অগ্নিকাণ্ড ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে চাননি স্থানীয় নেতা বা প্রশসানিক ব্যক্তিরা । আগুন লাগার খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে এক ঘন্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রনে আনে। দমকল আধিকারিক আকতার আলম জানান, 'কি থেকে আগুন লাগাল, তা তদন্ত করে দেখা হচ্ছে।' এদিকে নারায়ন দাসের ছেলে সঞ্জিত দাসের দাবি, 'এই বাড়িতে আমরা বসবাস করি, কারখানা অন্য কালীতলায়,বাড়িতে পুজো উপলক্ষে ঘরে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল, আগুনের ফুলকি গাড়ির টায়ারের ওপর পড়েই আগুন লেগেছে l' তবে স্থানীয় পঞ্চায়েত সদস্য রুমকি হালদারের স্বামী মৃনাল কান্তি হালদার বলেন, এদিন বেলা দেড়টা নাগাদ আগুন লেগেছে বলে শুনি, ঘটনাস্থলে গিয়ে দেখি এলাকার মানুষজন জল দিয়ে আগুন নেভানোর কাজ করছেন, পরে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভায়। মৃনাল বাবুর দাবি করেন, ওরা স্বীকার না করলেও বাড়িতে লোহার তারের ঝুড়ি তৈরি হত, তাছাড়া ওই বাড়িতে তৈরী গোডাউনে মালও রাখা হত।
No comments