বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে জখম তিন খুদে
সাতদিনের সমাচার : স্কুলের সামনে মাটির স্তুপের মধ্যে পাওয়া বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা ফেটে জখম তিন খুদে পড়ুয়া। একজনের অবস্থা আশংকাজনক। মঙ্গলবার দুপুরে ঘটা এই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে উত্তপ্ত জগদ্দল থানার দক্ষিণ হাঁসিয়া। জানা গেছে, হাঁসিয়া এফ পি স্কুলে মিড ডে মিল খাওয়ার পর বাচ্চারা খেলছিল। হঠাৎ মাটির স্তূপের মধ্যে রাখা দুটি বোমা বল ভেবে দেওয়ালে মারলে সেগুলি ফেটে যায়, আর তাতেই তিন ছাত্র জখম হয়। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও চতুর্থ শ্রেণীর ছাত্র কৌশিক বৈদ্য গুরুতর অবস্থায় বারাকপুর বি এন বোস হাসপাতালে চিকিৎসাধীন। বোমার শব্দে শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা সুচন্দ্রা সেনগুপ্ত বলেন, মিড ডে মিল খাবার পর বাচ্চারা মাঠে খেলছিল। হঠাৎ খুব জোর শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে দেখি সারা মাঠ ধোঁয়ায় ছেয়ে গিয়েছে, বেশ কিছু বাচ্চার মুখে হলুদ রঙের ছোপ লেগেছে। চতুর্থ শ্রেণীর ছাত্র কৌশিক বৈদ্যর মুখ ও চোখের আঘাত গুরুতর, ওর চিকিৎসা চলছে।' তবে কে কারা ওখানে বোমাগুলো লুকিয়ে রেখেছিল, তা পুলিশ খতিয়ে দেখছে।
No comments