ব্রেকিং নিউজ

কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে হেনস্থা : গ্রেফতার বাইক আরোহী

রঞ্জন ভট্টাচার্য : কর্তব্যরত ট্রাফিক পুলিশকে হেনস্থার দায়ে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ l জানা গেছে, বুধবার বেলার দিকে  রাকেশ নামের এক বাইক আরোহী এক মহিলাকে নিয়ে টিটাগড়ের দিক থেকে দ্রুত গতিতে বারাকপুরের দিকে আসছিল l লাটবাগানের কাছে একটি ট্রাফিক সিগন্যালকে অবজ্ঞা করে বেরিয়ে যেতে গেলে কর্তব্যরত পুলিশ তাকে চ্যালেঞ্জ করে সে সময় ওই ব্যক্তি গতি  বাড়িয়ে চিড়িয়া মোড়ের দিকে এগিয়ে যেতে থাকে, এবার  চিড়িয়ামোড়ের কর্তব্যরত সার্জেন্ট বাইকটিকে দাড় করতে চেষ্টা করলে চালক রাকেশ, সার্জেনকে ধাক্কা মারে, এমনকি তাঁর পোশাক  ধরে টানাটানি, গালিগালাজ করে বলেও অভিযোগ, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় l পুলিশের পক্ষ থেকে রাকেশের নামে টিটাগড় থানায় অভিযোগ করলে, পুলিশ তাকে গ্রেফতার করে বলে শোনা গেছে l

No comments