জেঠিয়া করুণাময়ী কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
এর আগে বেস কয়েক বার ছোট খাটো চুড়ির ঘটনা ঘটেছিলো, হালিশহরের নান্না কালী মন্দিরে l কিন্তু, গত কাল যে চুড়ির ঘটনা ঘটলো ওই একই মন্দিরে তাতে চাঞ্চল্য দেখা দেয় গোটা অঞ্চলের মানুষের মধ্যে l এদিন মন্দিরের মূল দরজা খুললে দেখা যায়, বিগ্রহের দেহে থাকা সোনা রুপোর গহনা নেই l এমনকি, মাকালির গায়ে থাকা শাল,হাতে থাকা চাঁদমালা ও খড়গ সব কিছু খোয়া গেছে মায়ের বিগ্রহের l পরে সকলের নজরে আসে, মন্দিরের গুল গুলি ভেঙে চোর মন্দিরে প্রবেশ করেছে l এবং বিগ্রহের অঙ্গে থাকা মূল্যবান সব সামগ্রী ছুরি করে চম্পট দেয় দুষ্কৃতী l সঙ্গে সঙ্গেই বীজপুর থানায় খবর দেওয়া হয় l পুলিশ এসে তদন্ত শুরু করেছে l
No comments