ব্রেকিং নিউজ

অমল গেছেন, পিকে গেছেন : এবার গেলেন চুনীও !

বাপ্পাদিত্য বিশ্বাস : ফের নক্ষত্র পতন ! এবার খেলার জগৎ !! চলে গেলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী ! 
আজ বৃহস্পতিবার বিকাল ৫ টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রবাদপ্রতীম এই খেলোয়াড় । মৃত্যুকালের বয়স  ছিল ৮২ বছর। দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন ডায়াবেটিস, প্রস্টেট এবং স্নায়ুজনিত সমস্যা নিয়ে l 
১৯৪৬ সালে মাত্র ৮বছর বয়সে মোহনবাগান জুনিয়র দলে নিজের প্রতিভা দেখতে শুরু করেন, ১৯৫৬ তেই আন্তর্জাতিক  স্তরে শুরু হয় নামডাক l অর্ধশতাধিক আন্তর্জাতিক ম্যাচ রয়েছে তার ঝুলিতে, রয়েছে মোহনবাগানের হয়ে প্রায় ২০০০ গোলের রেকর্ড ! সন্তোষ ট্রফিতে বাংলার হয়ে প্রতিনিধিত্ব ! এছাড়াও রয়েছে শত শত কৃতিত্ব l ফুটবল - ক্রিকেট - টেনিস --- তিন খেলাতেই অভাবনীয় পারদর্শী এই ব্যক্তিত্ব ছিলেন বাংলার ক্রীড়া আকাশের ব্যতিক্রমী ধ্রুবতারা ।  কাল পৃথিবী গ্রহাণুর ধাক্কা থেকে বেঁচে গেলেও,পৃথিবীর বুক থেকে অভিনয় এবং খেলার জগতের এক একটি নক্ষত্র পতন ভারত তথা বাংলার আপামর ভক্তকূলের  হৃদয়ে চরম আঘাত হেনেছে। 
 
প্রশ্ন উঠছে এর পর কার পালা ?

No comments