খাদ্য বন্টনে বাধা বামপন্থীদের : প্রাক্তন সাংসদের গাড়ি ভাঙচুর টিটাগড়ে
সাতদিনের সমাচার : লকডাউনের পর থেকে রাজ্যের নিম্ন আয় এবং পরিস্থিতির শিকার মানুষজনের পাশে দাঁড়িয়েছে রাজ্য, কেন্দ্র, প্রশাসন, অভিনেতা, পরিচালক, রাজনৈতিক দলসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। মাস দেড়েক ধরেই বামপন্থী শ্রমিক ইউনিয়নের কর্মীরা টিটাগড় স্টেশন চত্বরে থাকা মানুষজনকে রান্না করা খাবার পরিবেশন করে আসছেন। অভিযোগ আজ খাবার পরিবেশনের সময় টিটাগর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি এবং তৃণমূল কর্মী-সমর্থকরা খাবার বন্টনে বাধা দেয়।
শুরু হয় বচসা, এমনকি এর জেরে বামপন্থী কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত প্রাক্তন সাংসদ তড়িৎবরন তোপদারের গাড়িও ভাঙচুর করা হয়। উত্তেজিত বামপন্থী কর্মী-সমর্থকরা টিটাগড় থানা সামনে বিক্ষোভ দেখায়। পরে অবশ্য পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা।
No comments